ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরী বাংলাদেশের জার্সিতে ৬ ম্যাচ খেলেছেন। ইতোমধ্যে তিনি ৪ গোল করেছেন। হামজার ৪ গোলের দু'টির যোগানদাতা অধিনায়ক জামাল ভূঁইয়া।
হামজার সঙ্গে জামাল ভূঁইয়ার মাঠের রসায়ন দারুণ। ভারতের বিপক্ষে ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে জামাল বললেন মাঠের বাইরের কথাও, ‘হামজা বিদেশ থেকে এসেছে আমার মতো। আমাদের মধ্যে বোঝাপড়া খুব ভালো। হামজার যখনই কোনো সমস্যা হয় আমাকে টেক্সট করে বা কল করে। ফুটবল নিয়ে কোনো জিজ্ঞাসা থাকলে আমি হামজাকে জিগাই (জিজ্ঞেস করি)। সো এই আন্ডারস্ট্যান্ডিং মাঠের বাইরে শুরু হইছে।’
বাংলাদেশের জার্সিতে হামজার প্রথম গোল ভুটানের বিপক্ষে ছিল। সেটা জামালের কর্নার থেকে। সর্বশেষ গোল গত ম্যাচে নেপালের বিপক্ষে। সেটাও জামালের বাড়ানো বলে। হামজার চার গোলের মধ্যে বাইসাইকেল কিককে এগিয়ে রাখলেন জামাল, ‘এটা বেশ খুশির হামজার চার গোলের মধ্যে আমার দুটি অ্যাসিস্ট। বাইসাইকেল কিকের গোলটি অত্যন্ত অসাধারণ।’
জামাল-হামজা মাঠের রসায়ন ভালো হলেও জামাল অধিনায়ক হয়েও অনেক সময় একাদশে থাকেন না। আগামীকাল ভারত ম্যাচে থাকবেন কি না সেটাও নিশ্চিত নয়। এ নিয়ে আজ তিনি বলেন,‘এটা উনার (কোচর) ডিসিশন। আমি খেলতে চাই। খেলতে না পারলে তো অবশ্যই খারাপ লাগে।’
আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের বড় সমস্যা ছিল গোলখরা। হামজা আসার পর বাংলাদেশ ভারত ম্যাচ ছাড়া প্রতি খেলায় গোল পেয়েছে। হামজা মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার হলেও বাংলাদেশ তার কাছ থেকে গোল পাচ্ছে। এটা ইতিবাচক হিসেবেই দেখছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ,‘হামজা ছয় ম্যাচে চার গোল করেছে, এটি তার পজিশন নির্বিশেষে খুবই ইতিবাচক। তার ভেতর যে ইমপ্যাক্ট আছে তা অনেক বড়। সে আসার পর থেকে আমরা প্রতি ম্যাচেই গোল করছি। তাকে সামনে বা পেছনে খেলার স্বাধীনতা দেওয়া হয়েছে এবং আমরা তাতে মানিয়ে নিচ্ছি, যা দলের জন্য খুবই ইতিবাচক।’
টিজে/টিকে