কাশ্মীরে মসজিদ ভেঙে নির্মিত হচ্ছে ব্রিজ

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী শ্রীনগরে প্রাচীন একটি মসজিদ ভেঙে ব্রিজ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে রাজ্যটির কর্তৃপক্ষ। চার দশকের পুরনো এই মসজিদটির কারণে দীর্ঘদিন ধরেই ব্রিজ নির্মাণ করা যাচ্ছিল না বলে জানা গেছে।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ, কাশ্মীরের রাজধানী শ্রীনগরের ঝিলম নদীর পাশে আবু তুরাব নামে এই প্রাচীন মসজিদ অবস্থিত। ঝিলম নদীর ওপর ব্রিজ নির্মাণের কাজ শুরু হলে মসজিদের কারণে তা আটকে যায়। মসজিদ ভাঙ্গার বিষয়ে স্থানীয় কুমারওয়ারির বাসিন্দারা বাধা দেন। যে কারণে ২০০২ সালে ব্রিজ নির্মাণের সেই কাজ আটকে যায়।

অবশেষে ১৭ বছর পর এলাকার উন্নয়নের স্বার্থে মসজিদ ভাঙার ব্যাপারে এলাকাবাসীর সম্মতিতে ব্রিজ নির্মাণের কাজে হাত দিয়েছে স্থানীয় প্রশাসন।

তবে ব্রিজের কাছাকাছি নতুন আরেকটি মসজিদ নির্মাণ করা হবে শর্তে স্থানীয়রা প্রাচীন এই মসজিদ ভাঙতে রাজি হয়েছেন বলে জানা গেছে।

শ্রীনগরের জেলা উন্নয়ন কমিশনার শাহিদ ইকবাল চৌধুরী গণমাধ্যমে বলেন, পাশেই আরেকটি মসজিদ নির্মাণ করে দেয়া হবে। স্থানীয়রা আবু তুরাব মসজিদটি ভাঙতে সমর্থন দিয়েছেন। খুব শিগগিরই ব্রিজ নির্মাণের কাজ শুরু হবে।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on: