ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মিনি নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১৬ ডিসেম্বর। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে হতে যাওয়া এই নিলামের আগে ১৫ নভেম্বর ছেড়ে দেওয়া ও ধরে রাখা খেলোয়াড়দের চূড়ান্ত তালিকা জমা দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
সব দল মিলিয়ে মোট ১৭৩ জন ক্রিকেটারকে রিটেইন করা হয়েছে। এর মধ্যে বিদেশি ক্রিকেটার ৪৯জন। এই ১৭৩ জন ক্রিকেটারের জন্য দলগুলোর খরচ হয়েছে ১০১২ কোটি রুপি।
আইপিএলের নিয়ম অনুযায়ী দলগুলোর হাতে মোট অবশিষ্ট অর্থ আছে ২৩৭.৫৫ কোটি রুপি। আর খেলোয়ারদের জন্য জায়গা ফাঁকা আছে মোট ৭৭টি। যেখানে বিদেশি কোটা ফাঁকা আছে ৩১টি। প্রতিটি দল স্কোয়াডে সর্বোচ্চ ২৫ জন ক্রিকেটার নিতে পারবে।
সবচেয়ে বেশি খেলোয়াড় ধরে রেখেছে পাঞ্জাব কিংস। নিলামের আগে তাদের স্কোয়াড এখন ২১ জনের। মুম্বাই ইন্ডিয়ান্স ও গুজরাট টাইটান্স ধরে রেখেছে ২০ জন করে ক্রিকেটার।
মিনি নিলামের আগে সবচেয়ে বেশি টাকা আছে কলকাতা নাইট রাইডার্সের পকেটে। তাদের কাছে আছে প্রায় ৬৪ কোটি রুপি। সর্বোচ্চ ১৩ জন ক্রিকেটার নিতে পারবে আইপিএলের তিনবারের শিরোপা জয়ী দলটি। সবচেয়ে কম টাকা নিয়ে নিলামে বসবে মুম্বাই ইন্ডিয়ান্স।
কোন দলের কত টাকা আছে ও কতজন ক্রিকেটার নিতে পারবে:
কলকাতা নাইট রাইডার্স – ৬৪.৩ কোটি রুপি - ১৩জন
চেন্নাই সুপার কিংস – ৪৩.৪ কোটি রুপি - ৯জন
সানরাইজার্স হায়দরাবাদ – ২৫.৫ কোটি রুপি - ১০জন
লক্ষ্ণৌ সুপার জায়েন্টস – ২২.৯৫ কোটি রুপি - ৬জন
দিল্লি ক্যাপিটালস – ২১.৮ কোটি রুপি - ৮জন
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু – ১৬.৪ কোটি রুপি - ৮জন
রাজস্থান রয়্যালস – ১৬.০৫ কোটি রুপি - ৯জন
গুজরাট টাইটান্স – ১২.৯ কোটি রুপি - ৫জন
পাঞ্জাব কিংস – ১১.৫ কোটি রুপি - ৪জন
মুম্বাই ইন্ডিয়ান্স – ২.৭৫ কোটি রুপি - ৫জন
এমকে/এসএন