বার্সেলোনার সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসিকে সম্মানিত করার জন্য বড় ধরনের পরিকল্পনা করছে ক্লাব কর্তৃপক্ষ। কাতালুনিয়ানদের বিখ্যাত স্টেডিয়াম ন্যু ক্যাম্পের নামকরণ করা হতে পারে ‘স্পোটিফাই ক্যাম্প ন্যু লিও মেসি’। যার মধ্য দিয়ে ক্লাব ও কিংবদন্তি মহাতারকার মধ্যে সম্পর্ক আরও গভীর হবে বলে ধারণা।
দুদশকের পথচলায় বার্সার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা, সর্বোচ্চ গোলসহ আরও অনেক রেকর্ড ও কীর্তি গড়েছেন মেসি। ক্লাবটিতে ১০ বার লা লিগা, ৪ বার চ্যাম্পিয়ন্স লিগসহ শিরোপা জিতেছেন অসংখ্য। ৮ বার জেতা ব্যালন ডি’অরের ৭টিই জিতেছেন বার্সায় থাকা অবস্থায়। ভারাক্রান্ত মন নিয়ে অবশ্য ২০২১ সালের আগস্টে পিএসজিতে চলে যান তিনি। মেসি চলে যাওয়ার পর ন্যু ক্যাম্প সংস্কার হচ্ছে।
আর্জেন্টাইন মহাতারকা ‘নতুন’ ন্যু ক্যাম্পে হটাতই হাজির হয়েছিলেন সপ্তাহখানেক আগের রাতে। ১০ নভেম্বর ন্যু ক্যাম্পে ফেরার কিছু ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে আবেগঘন বার্তা দেন। শিরোনামে লেখেন, ‘গত রাতে এমন একটি জায়গায় ফিরেছি, যেটা খুব মিস করি। এমন একটি জায়গা, যেখানে আপনারা আমাকে হাজারবার অনুভব করিয়েছেন যে, পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি।’
এসএস/এসএন