চলচ্চিত্রের পর্দায় যেমন উজ্জ্বল তার নাম, তেমনই বাস্তব জীবনের লড়াইতেও অনমনীয় তিনি। বলছি ভারতীয় অভিনেত্রী ও গায়িকা শেহনাজ গিলের কথা। তিনি যেন আজ সাফল্যের চূড়ায় দাঁড়িয়ে ফিরে দেখছেন নিজের দীর্ঘ পথচলা। তার প্রথম প্রযোজনায় সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ইক কুড়ি’ ইতোমধ্যে সাড়া ফেলেছে বি-টাউনে, আর ঠিক সেই সময়েই তিনি জানালেন দশ বছর আগের নিজের জন্য তার বার্তা কি ছিল, আর আগামী দশকে নিজের কাছে তার কী প্রত্যাশা।
ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে, শুরুর দিকের ওঠাপড়া, অনিশ্চয়তা আর নিঃসঙ্গ সংগ্রামের কথা মনে করে আবেগে ভেসে ওঠেন শেহনাজ। এ বিষয়ে তিনি বলেন, শুরুর দিকে নিজেকে সাহস দিতে বলতাম, সাবাশ, শেহনাজ গিল। আমি তোমার জন্য গর্বিত। তুমি জীবনে দারুণ করছো, এভাবেই এগোতে থাকো।
একই সঙ্গে আগামী দিনে নিজেকে সতর্ক করতেও ভোলেননি তিনি। নিজেকে সতর্ক করতে অভিনেত্রী বলতেন, ‘ভাববে না যে তুমি অনেক কিছু হয়ে গেছ। এখনো কঠোর পরিশ্রম করতে হবে। কখনো থেমে যেও না।’
বি-টাউনে নিজের অভিজ্ঞতা নিয়ে তিনি আরও জানান, ইন্ডাস্ট্রির চকচকে দুনিয়া যতটা মোহময়, ততটাই কঠিন।
তাই তিনি নিজের ভবিষ্যৎ সংস্করণকে সাবধান করে বলেন, ‘কাউকে দেখে প্রভাবিত হইয়ো না। মানুষ খারাপও হতে পারে। তারা তোমাকে দমিয়ে রাখতে চাইবে। বুদ্ধিমান হও।’
এরপর কথা আসে তার প্রথম ছবি ‘ইক কুড়ি’ নিয়ে। এক ভাঙা হৃদয়ের পরিবারের তরুণীর রহস্যভেদ অভিযানের গল্পে তৈরি এই চলচ্চিত্রই তার প্রযোজনা-জীবনের প্রথম পদক্ষেপ। আর সেটিই এনে দিয়েছে বিপুল প্রশংসা।
উল্লেখ্য, ‘বিগ বস ১৩’-এর পর থেকেই জনপ্রিয়তার চূড়ায় ওঠা শেহনাজ ২০১৫ সালে ‘শিভ দি কিতাব’ মিউজিক ভিডিও দিয়ে আলোচনায় আসেন। এর পর ২০১৭ সালে পাঞ্জাবি ছবি ‘সাত শ্রী আকাল ইংল্যান্ড’ দিয়ে বড় পর্দায় অভিষেক করেন তিনি।
এ ছাড়া একের পর এক হিট ছবিতে অভিনয় করেন তিনি। সেগুলোর মধ্যে, ‘কালা শাহ কালা’, ‘ডাকা’, ‘হনসলা রাখ’, বলিউডের ‘কিসি কা ভাই কিসি কি জান’ এবং ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’ উল্লেখযোগ্য।
এবি/টিকে