বলিউডের অভিনেত্রী সুষ্মিাতা সেন সম্প্রতি নিজের জীবন রক্ষাকারী অ্যাঞ্জিওপ্লাস্টি নিয়ে খোলাখুলি কথা বলেছেন। হৃদযন্ত্রের একাধিক ধমনীতে ৯৫ শতাংশ অবরোধের মধ্যেও তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ত্রোপচারের সময় জাগ্রত থাকা। অসাধারণ সাহসিকতার সঙ্গে তিনি এই ঝুঁকিপূর্ণ চিকিৎসা পার করেছেন এবং তা করার সময় তার চিকিৎসকরা নিজেও অবাক হয়েছিলেন।
সুষ্মিাতা পডকাস্টে জানিয়েছেন, “যদি আমি বেঁচে ফিরতাম না, তবে শেয়ার করার কোনো গল্প থাকত না। কিন্তু বেঁচে ফিরেছি, তাই অতীতের ভয় নিয়ে বসে থাকার কোনো মানে নেই।” তিনি তার চিকিৎসক দলকে দুই সপ্তাহ ধরে বোঝানোর পরই আবার ‘আর্যা’ সিরিজের সেটে ফিরে এসেছিলেন। তার এই সিদ্ধান্ত শুধুমাত্র চরিত্রের প্রতি দায়বদ্ধতা নয়, বরং ৫০০ সদস্যের ক্রুদের জীবিকাকে রক্ষারও পরিচায়ক।
‘আর্যা’, যা ডিজনি+ হটস্টার-এ স্ট্রিমিং হচ্ছে, শুধুমাত্র দেশীয় দর্শকদের মধ্যে নয়, আন্তর্জাতিক পর্যায়েও প্রশংসিত হয়েছে। সিরিজটি আন্তর্জাতিক এমি মনোনয়নও অর্জন করেছে, যা মূলত সুষ্মিাতা দৃঢ় মনোবল এবং প্রফেশনালিজমেরই প্রমাণ। অভিনেত্রীর এই সাহসিকতা এবং দায়বদ্ধতা শুধুমাত্র তার চরিত্রকেই শক্তিশালী করেনি, বরং পুরো টিমের প্রতি তার দায়বদ্ধতার দৃষ্টান্তও স্থাপন করেছে।
ইএ/টিকে