সন্ত্রাসবিরোধী ছাত্রঐক্যে ঢাবির ১২ সংগঠন

ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনার প্রতিবাদে কয়েকদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চলছে। সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্যের ব্যানারে ঢাবি ক্যাম্পাসে প্রতিদিন বিক্ষোভ, মানববন্ধনসহ পালিত হচ্ছে নানা কর্মসূচী। এবার সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্যে যুক্ত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও ১২টি ছাত্রসংগঠন।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্য’ নামে নতুন প্ল্যাটফর্মের ঘোষণা দেয়া হয়। এই প্ল্যাটফর্ম শিক্ষাঙ্গনে সন্ত্রাস, সাম্প্রদায়িক ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে সংগ্রাম পরিচালনা করবে বলে উদ্যোক্তারা জানিয়েছে।

সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্যে জোটভুক্ত সংগঠনগুলো হচ্ছে- বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্র মৈত্রী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্কসবাদী), ছাত্র ফেডারেশন, বিপ্লবী ছাত্র যুব আন্দোলন, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, নাগরিক ছাত্র ঐক্য, স্বতন্ত্র জোট এবং ছাত্র গণমঞ্চ।

এদিকে ছাত্রদলকে এই জোটে না রাখার বিষয়ে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি আল কাদেরী জয় বলেন, ক্ষমতায় থাকাকালীন ছাত্রদল সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল। যে কারণে তাদেরকে এই ঐক্যে রাখা হয়নি।

ছাত্র ঐক্যের নেতারা বলেন, ২২ ডিসেম্বর ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর ছাত্রলীগ এবং তার ছায়া সংগঠন কথিত মুক্তিযুদ্ধ মঞ্চ ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। প্রশাসনের মদদ ছাড়া এই হামলা কখনো সম্ভব ছিল না। এর জন্য দায়ী ঢাবি প্রক্টর ও ভিসি।

এসময় সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্যের নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ভিসির পদত্যাগ দাবিসহ ৪ দফা দাবি পেশ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক আখতার হোসেন।

উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি আল কাদিরি জয়, ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক বিন ইয়ামিন মোল্লাসহ অন্যান্য সংগঠনের নেতারা।

 

টাইমস/এসএন/এএইচ

 

Share this news on:

সর্বশেষ

img
মেট্রোরেলে ভ্যাট বসানোর সিদ্ধান্ত ভুল: ওবায়দুল কাদের May 19, 2024
img
কিরগিজস্তানে বাংলাদেশি কোনো শিক্ষার্থী গুরুতর আহত হয়নি : পররাষ্ট্রমন্ত্রী May 19, 2024
img
রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএফের ৩ সদস্য নিহত May 19, 2024
img
মিরপুরে পুলিশ-অটোরিকশা চালকদের সংঘর্ষ May 19, 2024
img
“দেশের জনগণের স্বাস্থ্যসেবায় হোমিওপ্যাথি চিকিৎসাকে আরো ব্যাপকভাবে কাজে লাগানো প্রয়োজন “ - শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল May 19, 2024
img
৭ উদ্যোক্তার হাতে জাতীয় এসএমই পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী May 19, 2024
img
ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং May 19, 2024
img
তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী May 19, 2024
img
জীবন বাঁচাতে রাফা ছেড়েছেন ৮ লাখ ফিলিস্তিনি : জাতিসংঘ May 19, 2024
img
পঞ্চম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করলেন বাবর আলী May 19, 2024