মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্র-সমর্থিত শান্তি-প্রস্তাব গ্রহণের উপযুক্ত সময়সীমা হলো বৃহস্পতিবার।
ফক্স নিউজ রেডিওর দ্য ব্রায়ান কিলমিড শো-এ শুক্রবার দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি অনেক সময়সীমা দিয়েছি, কিন্তু যদি মনে হয় বিষয়গুলো ভালোভাবে এগোচ্ছে, তখন সাধারণত সময়সীমা বাড়ানো হয়। তবে আমরা মনে করি বৃহস্পতিবারই উপযুক্ত সময়।’
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার বলেছেন, তিনি মার্কিন নেতৃত্বাধীন শান্তি প্রক্রিয়ায় ইউক্রেনের স্বার্থের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন না।
তিনি সতর্ক করে বলেছেন, কিয়েভ তার ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হারানো এবং তার জাতীয় মর্যাদা হারানোর মধ্যে একটি বেছে নেওয়ার মুখোমুখি।
ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য একটি ২৮ দফা শান্তি-পরিকল্পনা তৈরি করেছে যুক্তরাষ্ট্র, যা ইউক্রেন, রাশিয়া এবং ইউরোপের আগ্রহী দেশগুলো আলোচনা করছে।
পরিকল্পনাটি অনুসারে, রাশিয়া—যারা যুদ্ধক্ষেত্রে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে এবং ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ অঞ্চল নিয়ন্ত্রণে রেখেছে—তার অনেকটাই পেয়ে যাবে যা তারা চায়।
তবে এতে এমন কিছু প্রস্তাবও আছে যা মস্কোর জন্য অস্বস্তিকর—কারণ সেগুলো মানলে রাশিয়া তার ঘোষিত যুদ্ধলক্ষ্য পুরোপুরি অর্জন করতে পারবে না এবং দখলকৃত কিছু এলাকা থেকে সেনা সরাতে হবে। এর আগে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা দাবি করেছিলেন, এ শান্তি-পরিকল্পনার অধিকাংশ শর্ত মেনে নিয়েছে ইউক্রেন। তবে শুক্রবার এ দাবি অস্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা।
ইউটি/টিএ