শুধু উপদেষ্টা পরিষদ চাইলেই সব সমস্যার সমাধান সম্ভব নয়, সত্যিকারের পরিবর্তনের জন্য নাগরিকদের নিজেদেরও বদলাতে হবে।
শনিবার (২২শে নভেম্বর) সকালে ঢাকায় আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এমন মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি বলেন, পুরনো সব রীতিকে নিয়ম হিসেবে মেনে নেয়ার সুযোগ নেই। পাশাপাশি কেবল সন্দেহ আর অবিশ্বাসের ওপর ভিত্তি করে কোনো দেশের ইতিবাচক পরিবর্তন সম্ভব নয়। এ সময় নদী দূষণ নিয়ে সরকারের পরিকল্পনার কথাও জানান তিনি। উপদেষ্টা বলেন, দূষণ রোধে খুব দ্রুতই নতুন ঘোষণা আসবে। তবে বিচ্ছিন্নভাবে কোনো একটি জায়গা নিয়ে কাজ না করে, এ বিষয়ে কাজ হবে বিস্তৃত পরিসরে।
ব্যক্তি পরিবর্তনের চেয়ে নিয়ম পরিবর্তনের ওপর জোর দিয়ে সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন, মানুষ বদলানোর চেয়ে জরুরি হলো সিস্টেম বা নিয়ম বদলানো। নিয়ম ঠিক থাকলে ফলাফল এমনিতেই আসবে। আর সেই লক্ষ্যেই নিয়মগুলো সংস্কারের চেষ্টা করে যাচ্ছে বর্তমান সরকার।
এমআর/টিকে