ভারতের কর্ণাটকে সিনেমার চিত্রনাট্যকেও হার মানালো এক ডাকাতির ঘটনা। খোদ কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা পরিচয় দিয়ে দিনদুপুরে লুট করা হয়েছে প্রায় সাত কোটি রুপি। বুধবার (১৯শে নভেম্বর) বিকেলে বেঙ্গালুরু শহরের ব্যস্ত এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
সশস্ত্র ছয়জনের একটি দল টাকা বহনকারী একটি ভ্যান থামিয়ে নিজেদের রিজার্ভ ব্যাংকের লোক বলে পরিচয় দেয়। এরপর নথিপত্র যাচাইয়ের ভান করে ভ্যানে থাকা নিরাপত্তারক্ষী ও ক্যাশ অফিসারকে অস্ত্র রেখে নামিয়ে নিজেদের গাড়িতে তোলে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে ভ্যান থেকে সাত কোটি এগারো লাখ রুপি নিজেদের গাড়িতে তুলে চম্পট দেয় ডাকাতরা।
তবে ঘটনার পরপরই নড়েচড়ে বসে প্রশাসন। বেঙ্গালুরু পুলিশ কমিশনার সীমান্ত কুমার সিং জানিয়েছেন, ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরা কম থাকায় তদন্তে কিছুটা বেগ পেতে হয়েছে। তবুও ব্যাপক অভিযান চালিয়ে এরই মধ্যে পৌনে ছয় কোটি রুপি উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, আটককৃতরা সবাই বেঙ্গালুরুর স্থানীয় বাসিন্দা। তদন্তের স্বার্থে কর্ণাটক, তামিলনাডু ও কেরালাসহ আশপাশের রাজ্যগুলোতে অন্তত ৩০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জব্দ করা হয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত গাড়িটিও।
সূত্র: এনডিটিভি
ইএ/টিকে