বাম জোটের মিছিলে পুলিশের লাঠিচার্জ: আহত ২০

রাজধানীতে বাম জোটের কালো পতাকা মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকিসহ জোটের অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন।

সোমবার দুপুরে রাজধানীর মৎসভবন সংলগ্ন কদম ফোয়ারার সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম বার্ষিকী আজ ৩০ ডিসেম্বর। ওই নির্বাচনে কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে এই দিনটি ‘কালো দিবস’ ঘোষণা করে বাম জোট। সেই ঘোষণার অংশ হিসেবে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে কালো পতাকা মিছিল বের করে বাম জোটের নেতারা।

মিছিলটি কদম ফোয়ারার সামনে গেলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় পুলিশের দেয়া ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন নেতাকর্মীরা। পরে বেলা ১ টার দিকে মৎস্য ভবনের সামনে আবারও বাধার মুখে পড়লে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়।

এসময় নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বাম জোটের নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ শুরু করে। এতে অন্তত ২০ জন নেতাকর্মী আহত হন।

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক সিপিবি নেতা ক্বাফী রতন বলেন, পুলিশের হামলায় জোটের নেতা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিসহ অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন গণংসহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ অতর্কিত হামলা চালিয়েছে।

এ ব্যাপারে ডিএমপি রমনা জোনের ডিসি সাজ্জাদুর রহমান বলেন, আমরা (পুলিশ) তাদের (বাম জোটের নেতাদের) অনুরোধ করেছিলাম মিছিল থেকে যেন সহিংসতা না হয়। তারা যেন ব্যারিকেড না ভাঙে। কিন্তু বাম জোটের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে পুলিশের ওপর হামলা করে। এতে ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে পুলিশের এই কর্মকর্তা দাবি করেন। এসময় পাঁচজনকে আটক করার কথাও স্বীকার করেন তিনি।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on: