ভাড়া ৫ টাকা বেশি রাখায় ৪০ হাজার টাকা জরিমানা

সরকার নির্ধারিত ভাড়া থেকে ৫ টাকা বেশি রাখায় ১৬ নম্বর মহানন্দা ট্রেনের পরিচালনা কর্তৃপক্ষ মেসার্স এনএল ট্রেডিংকে ৪০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার সকাল ১০টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ে শুনানি শেষে এ জরিমানা করা হয়।

জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের রহনপুর স্টেশন থেকে রাজশাহী পর্যন্ত ১৬ নম্বর মহানন্দা ট্রেনের সরকার নির্ধারিত ভাড়া ২৫ টাকা। কিন্তু বেসরকারি ব্যবস্থাপনায় রেলওয়ে কার্যক্রম পরিচালনা কর্তৃপক্ষ মেসার্স এনএল ট্রেডিং যাত্রীদের কাছ থেকে নেয় ৩০ টাকা। বেশি ভাড়া আদায়ের বিষয়ে রাজশাহী নগরের বিনোদপুর এলাকার বাসিন্দা মো. খাদিমুল ইসলাম গত ২২ ডিসেম্বর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ে একটি অভিযোগ করেন। অধিদপ্তর থেকে মেসার্স এনএল ট্রেডিং শুনানিতে উপস্থিত হওয়ার জন্য নোটিশ দেওয়া হয়।

সোমবার সকাল ১০টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ে উভয়পক্ষের উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় মেসার্স এনএল ট্রেডিং এর প্রতিনিধি তাদের দোষ স্বীকার করেন। অতিরিক্ত ৫ টাকা জরিমানা আদায়ের অভিযোগে তাদের ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। আইন অনুযায়ী জরিমানার ২৫ শতাংশ (১০ হাজার টাকা) পেয়েছেন অভিযোগকারী খাদিমুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফ। তিনি বলেন, এনএল ট্রেডিং নোটিশ পাওয়ার পরই নতুন করে ২৫ টাকা মূল্যের টিকিট বই ছাপিয়েছে। শুনানির সময় তারা সেই টিকিট বই দেখিয়েছে। একই সঙ্গে ৪০ হাজার টাকা জরিমানা দিয়েছে। আইন অনুযায়ী অভিযোগকারী এই জরিমানার ২৫ শতাংশ হিসেবে ১০ হাজার টাকা পেয়েছেন।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
কানের আসর থেকে নতুন সিনেমার খবর দিলেন ভাবনা May 21, 2024
img
হৃদয়ের ফিফটিতে ১৫০ ছাড়ানো পুঁঁজি বাংলাদেশের May 21, 2024
img
কৃষি খাতে ফলন বাড়াতে অস্ট্রেলিয়ার প্রযুক্তি সহায়তা চান প্রধানমন্ত্রী May 21, 2024
img
সাবেক সেনাপ্রধানের ওপর নিষেধাজ্ঞা ভিসানীতির প্রয়োগ নয় : ওবায়দুল কাদের May 21, 2024
img
দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান হলেন যারা May 21, 2024
img
ভিসানী‌তির অধীনে আজিজকে নিষেধাজ্ঞা দেয়নি যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী May 21, 2024
img
ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক বৃহস্পতিবার May 21, 2024
img
চার ঘণ্টায় ভোট পড়েছে ১৭ শতাংশ May 21, 2024
img
‘সাবেক সেনাপ্রধানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে আমার কোনো মন্তব্য নেই’ May 21, 2024
img
নেতানিয়াহু-হানিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন আইসিসিতে May 21, 2024