ভারতে ‘চিফ অব ডিফেন্স স্টাফ’ হলেন বিপিন রাওয়াত

রাত পোহালেই অবসরে যাবেন ভারতীয় সেনাবাহিনী প্রধান বিপিন রাওয়াত। কিন্তু তার আগেই প্রথমবারের মত ভারতের ‘চিফ অব ডিফেন্স স্টাফ’ পদে নিয়োগ পেলেন মি. বিপিন। আস্থাভাজন হওয়ায় তাকে কোনো ভাবেই হাতছাড়া করতে নারাজ মোদি সরকার। তাই অনেকটা তড়িঘড়ি করে তাকে এই পদে বসানো হল। এমনটাই বলছেন বিশ্লেষকরা। খবর এনডিটিভির

জানা গেছে, ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে সেনা বিষয়ক দপ্তরের ‘চিফ অব ডিফেন্স স্টাফ’ (সিডিএ) পদে বিপিন রাওয়াত তিন বছর দায়িত্ব পালন করবেন। এর আগে তিন বাহিনীর কাজে সমন্বয়ের জন্য গত ২৪ ডিসেম্বর এ পদের ঘোষণা করেন নরেন্দ্র মোদি।

সরকারকে প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে সবরকম পরামর্শ দেবেন ‘চিফ অব ডিফেন্স স্টাফ’।

প্রসঙ্গত, কারগিল যুদ্ধে ভারতীয় সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌ-সেনার পারদর্শিতা খতিয়ে দেখতে কমিটি গঠন করেছিল ভারত সরকার। সেই কমিটিই প্রথম তিন বাহিনীর উপদেষ্টা বা ‘চিফ অব ডিফেন্স স্টাফ’ পদের সুপারিশ করে। তারই পরিপ্রেক্ষিতে চলতি বছর স্বাধীনতা দিবসের বক্তৃতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথম এই পদের ঘোষণা করেন।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on: