হাতিরঝিলে ‘হিউম্যান ডগ’: মুচলেকা রাখলো পুলিশ

সম্প্রতি রাজধানীর হাতিরঝিলের একজন পুরুষের গলায় দড়ি বেঁধে এক নারীর টেনে নেওয়ার স্ট্রিট আর্ট প্রদর্শনীর জন্য দুই শিল্পীকে ডেকে নিয়ে মুচলেকা রেখেছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও অফিস জানিয়েছে, এ ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছেন সেঁজুতি ও টুটুল। পরবর্তীতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলেও তারা মৌখিক ও লিখিতভাবে জানিয়েছেন।

গত ২৫ ডিসেম্বর বিকালে হাতিরঝিলে একজন পুরুষের গলায় দড়ি বেঁধে এক নারীর টেনে নিয়ে যাওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে দেখা যায়, ‘হিউম্যান ডগ’ সেজে হাতিরঝিলের রাস্তায় হাঁটছেন এক ব্যক্তি। আর এক নারী তাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন।

জানা গেছে, ওই নারীর নাম সেঁজুতি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পেইন্টিং ও ড্রয়িংয়ের শিক্ষার্থী। তার সঙ্গে থাকা পুরুষ ব্যক্তির নাম টুটুল চৌধুরী।

বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে রোববার দুই শিল্পী টুটুল চৌধুরী এবং আফসানা হাসান সেঁজুতিকে পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব বিজয় তালুকদারের কার্যালয়ে তলব করা হয়।

পরে সোমবার সকালে তেজগাঁও বিভাগের অফিসিয়াল ফেইসবুক পেইজে (DC Tejgaon – DMP) বলা হয়, অনেকেই বিষয়টি নিয়ে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদারের দৃষ্টি আকর্ষণ করলে দুই শিল্পীকে ডাকা হয়েছিল। তলবে সাড়া দিয়ে শিল্পী টুটুল চৌধুরী ও আফসানা হাসান সেঁজুতি রোববার সন্ধ্যায় উপ-কমিশনারের কার্যালয়ে উপস্থিত হয়ে জানান, তারা যেটি করেছেন, সেটি এক ধরনের স্ট্রিট আর্ট পারফরমেন্স, যা ১৯৬৮ সালে অস্ট্রিয়ার ভিয়েনায় ভেল্যি এক্সপোর্ট ও পিটার ওয়েভেলের ‘From the Portfolio of Doggedness’ প্রদর্শনীর পুনরাবৃত্তি।

তারা জানান, তাদের প্রদর্শনীর পুনরাবৃত্তির মূল প্রতিপাদ্য ছিল, ‘কালের যাত্রায় মানুষ অগ্রসর হচ্ছে। সে অগ্রযাত্রার ঊর্ধ্বমুখী চলন হিসেবে একজন শিল্পী সামাজিক উপাদান মানুষ ও সভ্যতার ধ্রুবক। অন্যজন আতংকিত, অনুসরণরত এবং শীতের প্রকটতায় নিজেকে মানিয়ে নিয়ে যাচ্ছে।

পুলিশ বলছে, অনুমতি ছাড়া উন্মুক্ত স্থানে এরকম প্রদর্শনী করায় দুই শিল্পী দুঃখপ্রকাশ করে এ ধরনের ঘটনা আর ঘটাবেন না বলে লিখিত প্রতিশ্রুতি দিয়েছেন।

পুলিশের ফেইসবুক পেইজে বলা হয়, টুটুল-সেঁজুতির পারফরমেন্স এক ঘণ্টা করার কথা থাকলেও অনুমতি না থাকায় পুলিশ তাদেরকে বাঁধা দিলে ১০-১৫ মিনিটের মধ্যে তারা চলে যান।

পুলিশ কর্মকর্তা বিপ্লব বিজয় তালুকদার জানান, হাতিরঝিলের মতো জনাকীর্ণ উন্মুক্ত স্থানে প্রকাশ্যে দিনের বেলায় পুলিশ এবং হাতিরঝিল কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এ ধরনের প্রদর্শনীর কারণ জানতে চাইলে দুই শিল্পী এ জন্য দুঃখপ্রকাশ করেন।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক দেখে বিএনপির মাথা খারাপ: পররাষ্ট্রমন্ত্রী May 18, 2024
img
কেন্দ্র দখলতো দূরের কথা, একটি জাল ভোট পড়লেও কেন্দ্র বন্ধ : ইসি হাবিব May 18, 2024
img
আবারও বাড়লো স্বর্ণের দাম May 18, 2024
img
ইন্টারনেট ব্যবহারে এশিয়ায় বেশি পিছিয়ে বাংলাদেশের নারীরা May 18, 2024
img
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে বাধা নেই : খুরশিদ আলম May 18, 2024
img
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকরা কেন ঢুকবেন, প্রশ্ন ওবায়দুল কাদেরের May 18, 2024
img
দুই জেলায় বজ্রপাতে ৫ জনের মৃত্যু May 18, 2024
img
স্বাধীনতাবিরোধীরা সুযোগ পেলেই ছোবল মারতে চায় : রাষ্ট্রপতি May 18, 2024
img
সরকারের ধারাবাহিকতার কারণে এত উন্নয়ন সম্ভব হয়েছে : কাদের May 18, 2024
img
যুক্তরাষ্ট্রে প্রবল ঝড়ে সাতজনের প্রাণহানি May 18, 2024