চিকিৎসা নিয়ে ভিপি নুরের সন্দেহ: গ্রেপ্তারের আশঙ্কা

মুক্তিযুদ্ধ মঞ্চের হামলায় গুরুত্বর আহত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর তার চিকিৎসা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তিনি এখনো সুস্থ নন বলে সাংবাদিকদের জানিয়েছেন। এছাড়া গ্রেপ্তার করার জন্যই তড়িঘড়ি করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেয়া হয়েছে বলেও দাবি করেন ভিপি নুর। এসময় তিনি সাংবাদিকদের কাছে গ্রেপ্তারের আশঙ্কার কথা জানান।

মঙ্গলবার দুপুরে ডাকসু ভিপি নুরুল হক নুরকে ছাড়পত্র দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এর কিছুক্ষণ পরেই তিনি হাসপাতালের জরুরী বিভাগের ফটকে সাংবাদিকদের এসব কথা বলেন।

এদিকে ডাকসু ভিপির এই দাবির পরিপ্রেক্ষিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেছেন, চিকিৎসা নিয়ে ভিপি নুরুলের সন্দেহের ব্যাপারটি ‘গুরুতর’ ও ‘দুঃখজনক’।

তিনি আরও বলেন, হাসপাতালে সবাইকে সমান দৃষ্টিতে চিকিৎসা দেওয়া হয়। তার (নুরুল) ক্ষেত্রে ভিন্নতার সুযোগ নেই। চিকিৎসকেরা যত দিন মনে করেছেন, তত দিন তার চিকিৎসা দিয়েছেন। সুস্থ হওয়ার পরেই নুরুল হক নুরকে ছাড়পত্র দেয়া হয়েছে।

তবে নুরুল হক নুর বলেন, হাসপাতালের ট্রিটমেন্ট নিয়ে আমি সন্দিহান। আমাকে বাঁচাতে নাকি মারতে চিকিৎসা দেয়া হয়েছে কিছুই বুঝিনি। কারণ, হাসপাতালে ভর্তির প্রথম তিন দিনের চেয়ে আমার শরীরের অবস্থা এখন আরও খারাপ।

হামলার বিষয়ে নুর বলেন, ছাত্রলীগের চিহ্নিতরা হামলা করেছে। কিন্তু তাদের কোনো বিচার হবে না। কারণ আমার ওপর হামলার পেছনে সরকারের ইশারা রয়েছে। সরকার আমাকে গ্রেপ্তার করানোর জন্য হাসপাতাল থেকে তড়িঘড়ি করে রিলিজের ব্যবস্থা করেছে। তারা আমাকে মেরে ফেলতে চায়।

সম্প্রতি নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার এক কর্মী। এ ব্যাপারে নুর বলেন, ডাকসুর মেয়াদ আছে আর তিন মাস। তাই সরকার চাচ্ছে ডিজিটাল আইনের মামলায় আমাকে গ্রেপ্তার করে কারাগারে রাখতে। কারণ ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দুই মাসের আগে জামিন হবে না।

এ সময় দেশবাসীর উদ্দেশে নুর বলেন, আমরা নিজেদের জন্য কিংবা পরিবারের জন্য সংগঠনের নেতা-কর্মীরা কোনো আন্দোলন করি না। আমরা সরকারি দমনপীড়ন ও অনিয়মের বিরুদ্ধে লড়াই করছি। এখন যদি আপনারা আমাদের পাশে না দাড়ান, তাহলে কেউই আর এগিয়ে আসবে না।

প্রসঙ্গত, ২২ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ কার্যালয়ে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীদের হামলায় ভিপি নুরুল হক নুরসহ অন্তত ২০ জন আহত হন। ওই ঘটনায় ভিপি নুরুল হক নুর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার তাকে ছাড়পত্র দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
মিথিলা হাতে উঠলো ভারতের ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার May 04, 2024
img
আট দফা কমার পর বাড়লো স্বর্ণের দাম May 04, 2024
img
মুসলিম উম্মাহর একাত্মতা ফিলিস্তিন সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী May 04, 2024
img
সুন্দরবনের গহীনে ভয়াবহ আগুন May 04, 2024
img
সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার May 04, 2024
img
আইপিএলে প্লে অফে ওঠার দৌড়ে এগিয়ে যারা May 04, 2024
img
শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে যাত্রীরা, ৬ ট্রেনের যাত্রা বাতিল May 04, 2024
img
সরকার গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে: প্রতিমন্ত্রী May 04, 2024
img
শিক্ষকদের মর্যাদা ও বেতন বাড়াতে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী May 04, 2024
img
ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হামাস May 04, 2024