রোজার আগে দুই লাখ টন পেঁয়াজ আনবে সরকার

এগিয়ে আসছে রমজান মাস। পুরো রমজান মাসে দেশে মসলা জাতীয় পণ্যের মধ্যে বেশি চাহিদা থাকে পেঁয়াজের। তাই তো সরকার আগে ভাগেই দুই লাখ টন পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত, সরবরাহ, আমদানি, মূল্য পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখার লক্ষ্যে ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। সভায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি উপস্থিত ছিলেন।

এসময় তোফায়েল আহমেদ বলেন, নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে আসন্ন রমজানের আগেই চারটি প্রতিষ্ঠানের মাধ্যমে দুই লাখ টন পেঁয়াজ আমদানি করা হবে।

সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, এস আলম গ্রুপ এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান টিসিবির মাধ্যমে ৫০ হাজার টন করে মোট দুই লাখ টন পেঁয়াজ আমদানি করা হবে সাবেক বাণিজ্যমন্ত্রী জানান।

প্রসঙ্গত, চড়া দামের কারণে সদ্য বিদায়ী বছরে আলোচনার শীর্ষে ছিল পেঁয়াজ। এই ঝাঁঝ লাগেনি এমন মানুষ পাওয়া ভার। পরিস্থিতি সামাল দিতে নাকাল সরকার। এখন পর্যন্ত পেঁয়াজের বাজারে আগুন না থাকলেও আগুনের আঁচ কিছুটা রয়েই গেছে।

 

টাইমস/এসএন/আরএ

Share this news on: