দুই মাসে অনুপ্রবেশের দায়ে ৪৪৫ জন আটক: বিজিবি

ভারতে সংশোধিত নাগরিকত্ব আইনের পর গত দুই মাসে বাংলাদেশে অনুপ্রবেশকারী ৪৪৫ জনকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল সাফিনুল ইসলাম।

বিজিবির সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে বাহিনীর প্রধান বলেন, সীমান্তরক্ষী বাহিনী হিসেবে আমাদের (বিজিবি) দায়িত্ব, অবৈধভাবে কেউ সীমান্ত যাতে অতিক্রম করতে না পারে তা নিশ্চিত করা।

ভারতে পাস হওয়া জাতীয় নাগরিকপঞ্জী (এনআরসি) ও সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) সম্পর্কে বিজিবির ডিজি বলেন, এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়। এসব নিয়ে আমাদের উদ্বেগের কোনও কারণ নেই। তবে ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে সৃষ্ট সংকট তৈরির পর গত দুই মাসে অনুপ্রবেশের দায়ে ৪৪৫ জনকে আটক করেছে বিজিবি। আটক ব্যক্তিরা ঝিনাইদহের মহেশপুর ও সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করেন।

 

টাইমস/এসএন/আরএ

Share this news on: