নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ৫৩তম আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসের জমকালো অনুষ্ঠান। যেখানে ভারতের জনপ্রিয় অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ এবং নির্মাতা ইমতিয়াজ আলীর বহুল আলোচিত সিনেমা 'অমর সিং চমকিলা' দুটি বিভাগে মনোনয়ন পেয়ে প্রত্যাশা বাড়িয়েছিল।
তবে সোমবার রাতের আয়োজনে এই শিল্পীকে খালি হাতেই ফিরতে হলো। 'অমর সিং চমকিলা' সিনেমাটি ‘সেরা টেলিভিশন সিনেমা/মিনি-সিরিজ’ বিভাগে মনোনয়ন পেয়েছিল।
এই বিভাগে ভারত ছাড়াও প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিল জার্মানির ‘হেরহাউসেন: দ্য ব্যাঙ্কার অ্যান্ড দ্য বোম্ব’, যুক্তরাজ্যের ‘লস্ট বয়েজ অ্যান্ড ফেয়ারিস’ এবং চিলির ‘ভেন্সার ও মরির’। সব প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে শেষ হাসি হাসে যুক্তরাজ্যের সিনেমা ‘লস্ট বয়েজ অ্যান্ড ফেয়ারিস’, যা পুরস্কারটি জিতে নেয়।
এদিকে, দিলজিৎ দোসাঞ্জ সিনেমাটির জন্য ‘সেরা অভিনেতা’ হিসেবেও মনোনীত হন। তার এই বিভাগে ডেভিড মিচেল (‘লুডউইগ’), ওরিওল প্লা (‘ইয়ো, অ্যাডিকটো’) এবং দিয়েগো ভাসকেজ (‘ওয়ান হান্ড্রেড ইয়ারস অফ সলিটিউড’) মতো আন্তর্জাতিক তারকাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা ছিল।
পুরস্কার না জিতলেও আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসের রেড কার্পেটে দিলজিৎ দোসাঞ্জ এবং ইমতিয়াজ আলীর উপস্থিতি ছিল নজরকাড়া। অভিনেতা-গায়ক তার পরিচিত ভঙ্গিতে হাতজোড় করে সকলকে প্রণাম জানান। তাদের সঙ্গে রেড কার্পেটে দেখা যায় নেটফ্লিক্স ইন্ডিয়ার পুরো দলকেও।
এর আগে, ৫৩তম আন্তর্জাতিক এমি ওয়ার্ল্ড টেলিভিশন ফেস্টিভ্যালের একটি অনুষ্ঠানে ইমতিয়াজ আলী তার 'অমর সিং চমকিলা'কে ব্যাখ্যা করতে গিয়ে এটিকে 'একটি শিল্প এবং একজন শিল্পীর মধ্যে প্রেমের গল্প' বলে অভিহিত করেন।
এসএন