টলিউডে পাঁচ দশকের পথচলা শেষে আজও একই উষ্ণতায় দর্শকের মনে জায়গা ধরে রেখেছেন চিরঞ্জিত চক্রবর্তী। অর্ধশতাব্দীর এই যাত্রায় কখনো দ্রুত, কখনো ধীর লয়ে বদলে গেছে ইন্ডাস্ট্রি, বদলেছে দর্শকের রুচি। কিন্তু চিরঞ্জিতের অভিনয়–ভরা সহজ সরলতা ঠিকই টিকিয়ে রেখেছে তার জনপ্রিয়তা।
এই সময়েই মুক্তির অপেক্ষায় আছে তাঁর নতুন ছবি হাঁটি হাঁটি পা পা। রুক্মিণী মৈত্রকে সঙ্গে নিয়ে বাবা মেয়ের সম্পর্ক, সাধারণ মানুষের জীবন আর আবেগকে কেন্দ্র করে এগিয়েছে ছবির গল্প। মুক্তির আগেই ছবিটি নিয়ে টলিউডে আলোচনার ঢেউ উঠেছে। দর্শকের কাছেও আগ্রহ দেখা যাচ্ছে গল্পে চিরঞ্জিতকে নতুনভাবে দেখার।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি খোলাখুলিভাবে বলেছেন ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থা নিয়ে তার ভাবনা। সরাসরি কথায় তিনি জানান, ফিল্ম ফেস্টিভ্যালে যে ধরনের ছবি দেখানো হয় তা গ্রামের মানুষ বোঝে না। তাই প্রযোজক ও পরিচালকদের প্রথমে বুঝতে হবে সাধারণ মানুষ কী দেখতে চায়। তার ভাষায়, দর্শককে ভুলে গেলে সিনেমার শক্তি হারায়।
চিরঞ্জিতের মতে, এখন ইন্ডাস্ট্রিতে দর্শকের গুরুত্ব কমে গেছে, যা বাংলা সিনেমার ভবিষ্যতের জন্য উদ্বেগের বিষয়। তিনি মনে করেন, দর্শকের চাহিদা বোঝা ও তাদের দিকে ফিরে তাকানোই এই সময়ের সবচেয়ে জরুরি কাজ।
অভিনয়ের পঞ্চাশ বছর পার করেও তিনি যে শিল্পের অবস্থাকে নিয়ে এভাবে ভাবছেন, এতে আবারও পরিষ্কার হলো—চিরঞ্জিত আজও টলিউডের বিবেকের জায়গায় দাঁড়িয়ে আছেন।