বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ আবারও মনে করিয়ে দিলেন, চকচকে আলো, খ্যাতির ঝলক আর ভক্তদের উচ্ছ্বাস আসলে ক্ষণস্থায়ী। এক খোলামেলা মুহূর্তে তিনি জানালেন, আজ তিনি আছেন, কিন্তু আগামীকাল তার জায়গায় এসে দাঁড়াতে পারে অন্য কেউ। এই উপলব্ধিই তাকে সবসময় নম্র থাকতে সাহায্য করে।
ক্যাটরিনার ভাষায়, “আজ আমি আছি, কাল আমার জায়গায় অন্য কেউ থাকবে… খ্যাতি ক্ষণিকের। তাই অহংকার নয়, নম্র হওয়া উচিত।”
দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে সাফল্য, সংগ্রাম, বিতর্ক, উত্থান-পতন, সবই দেখেছেন তিনি। তবুও জনপ্রিয়তার চূড়ায় থেকেও অহংকার নয়, বরং বিনয়ই যে তাকে স্থির রাখে, তা স্বীকার করলেন অভিনেত্রী।
বলিউডে যেখানে প্রতিযোগিতা তীব্র, সেখানে নিজের অবস্থান নিয়ে এত সহজ ভাবনাই ক্যাটরিনাকে আলাদা করে। ভক্তরা মনে করছেন, তার এই মন্তব্য নতুন প্রজন্মের তারকাদেরও শেখার মতো, সাফল্য যতই আসুক, মানুষ হিসেবে পা মাটিতেই রাখতে হয়।