প্রত্যাখ্যানের যন্ত্রণা সবাই চেনে, কিন্তু সেই যন্ত্রণাকে শক্তিতে বদলে নেওয়ার গল্পই সব সময় বড়দের আলাদা করে। ঠিক সেই কথাই মনে করিয়ে দিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। নিজের দীর্ঘ পথচলার অভিজ্ঞতা থেকে তিনি জানালেন, প্রত্যাখ্যান কখনোই মন ভাঙার কারণ নয়; বরং সঠিকভাবে গ্রহণ করতে পারলে সেই প্রত্যাখ্যানই হয়ে ওঠে পরবর্তী সাফল্যের দরজা।
কঙ্গনার বলেন, “প্রত্যাখ্যান ভালো লাগে না… কিন্তু সঠিক ভাবে গ্রহণ করলে, ওই প্রত্যাখ্যানই তোমাকে পরের স্তরে নিয়ে যাবে।”
বলিউডে নিজের অবস্থান তৈরি করতে কঙ্গনাকে বহুবার সন্দেহ, সমালোচনা আর প্রত্যাখ্যানের মুখে পড়তে হয়েছে। কখনো অভিনয়ের ধাঁচ নিয়ে, কখনো বক্তব্য নিয়ে, আবার কখনো ব্যক্তিজীবন নিয়ে। কিন্তু প্রতিটা ধাক্কাই তাঁকে আরও দৃঢ় করেছে। নিজের সীমা ভেঙে আরও বড় চরিত্রে পৌঁছাতে সাহায্য করেছে।
তার মতে, প্রত্যাখ্যানকে যদি পরাজয় হিসেবে দেখা হয়, তাহলে তা মানুষকে ভেঙে দেয়। কিন্তু যদি সেটাকে শেখার ধাপ হিসেবে নেওয়া যায়, তবে সেই একই প্রত্যাখ্যান মানুষকে পৌঁছে দেয় এমন জায়গায়, যেখানে দাঁড়িয়ে সে বুঝতে পারে, প্রথম আঘাতটা ছিল আসলে তার শক্তি মাপার পরীক্ষামাত্র।
কঙ্গনার এই বার্তা সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই আলোড়ন তুলেছে। নতুন প্রজন্মের অভিনয়শিল্পী থেকে শুরু করে সাধারণ দর্শক, অনেকে মনে করছেন, এই কথার ভেতরে রয়েছে এক ধরনের মানসিক সাহস, যা সাফল্যের পথে যেকোনো মানুষকে এগিয়ে যেতে সহায়তা করে।
আইকে/টিএ