সাল ১৯৬৬। সি.এল রাওয়ালের পরিচালনায় কাশ্মীরে শুটিং চলছে ‘দিল নে ফির ইয়াদ কিয়া’ ছবির শুটিং। শুটিংয়ের ফাঁকে স্থানীয়দের সঙ্গে আড্ডায় মশগুল ছবির নায়ক ধর্মেন্দ্র।
সাল ২০২৫, ২৪ নভেম্বর। ৯০ বছর বয়সে প্রয়াত সেই নায়ক। স্মৃতিকাতর কাশ্মীর। শোক সরিয়ে নায়কের সমবয়সী আব্দুল রজ়াক ভাগ করে নিয়েছেন সেই স্মৃতি। সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শুটিং থেকে অবসর পেলেই ধর্মেন্দ্র মিশে যেতেন তাঁদের সঙ্গে। নানা কথা জানতে চাইতেন। খুব কম সময়ে কাশ্মীরের সংস্কৃতিকে আপন করে নিয়েছিলেন। শ্রদ্ধা করতেন কাশ্মীরবাসীদের।
আব্দুল আরও জানিয়েছেন, যে গ্রামে ছবির শুটিং হয়েছিল সেই গ্রামে স্মৃতিফলক হিসাবে এখনও রয়ে গিয়েছে ‘দিল নে ফির ইয়াদ কিয়া’র বোর্ড। রজ়াক ছেলের নাম রেখেছেন ‘অশোক’! ছবিতে ধর্মেন্দ্রের নাম ওটাই ছিল।
এর পরেও ধর্মেন্দ্রের আরও কিছু ছবির শুটিং হয়েছে ভূস্বর্গে। তার মধ্যে অন্যতম ‘নফরৎ কি আঁধি’। সেই ছবির শুটিংয়ে ধর্মেন্দ্র ছাড়াও ছিলেন জিতেন্দ্র, মাধবী, অনিতা রাজ। আগের মতো সে বারেও তিনি ছিলেন একই রকম প্রাণোচ্ছ্বল।
আইকে/টিএ