২০১১ সালে অস্ট্রিয়ার হোটেল ব্যবসায়ী পিটার হাগকে বিয়ে করেন সেলিনা জেটলি। তাঁদের তিন সন্তান। এ বার স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনে আদালতের দ্বারস্থ হলেন অভিনেত্রী। মুম্বই আদালতে মামলা করে স্বামীর থেকে চেয়েছেন ৫০ কোটি টাকার খোরপোশ। সন্তানদের জন্য মাসিক ১০ লক্ষ টাকার দাবিও করেছেন।
সেলিনার অভিযোগ, দিনের পর দিন ধরে স্বামীর কাছে গার্হস্থ্য হিংসার শিকার হয়েছেন তিনি। অভিযোগের পক্ষে নাকি তিনি উপযুক্ত প্রমাণও দিয়েছেন। শুধু তা-ই নয়, সেলিনার থেকে তাঁর দুই সন্তানকে স্বামী পিটার নাকি কেড়ে নিয়েছেন বলেও অভিযোগ। সন্তানদের নিজের কাছে রাখার আইনি দায়িত্ব নিয়েছেন তিনি।
সেলিনার আবেদন, তাঁর সন্তানদের যাতে ভার্চুয়াল মাধ্যমে ও ফোন মারফত, তাঁর সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়। সেলিনা জানান, স্বামী তাঁর অর্থনৈতিক স্বাধীনতা কে়ড়ে নিয়েছে। তাঁর টাকা চুরি করেছেন পিটার, এমনও অভিযোগ সেলিনার। অভিনেত্রী বলেন, ‘‘মানুষ হিসাবে বড্ড খারাপ স্বার্থান্বেষী, নিজেরটা ছাড়া কিছু বোঝে না। কথায় কথায় মাথা গরম ও মদে আসক্ত।’’
এখানেই শেষ নয়, সেলিনাকে নাকি তাঁর স্বামী বাড়ির পরিচারিকার সঙ্গে তুলনা করতেন বলেও অভিযোগ। অভিনেত্রীর কথায়, ‘‘আমাকে বলত, আমাকে নাকি ওর পরিচারিকার মতো দেখতে। এ ছাড়াও গায়ে হাত তোলা, গালিগালাজ ছিল নিত্যসঙ্গী।’’ আগামী ১২ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি হিসাবে ধার্য করা হয়েছে।
‘নো এন্ট্রি’, ‘অপনা সপনা মনি মনি’, ‘মনি হ্যায় তো হানি হ্যায়’, ‘থ্যাঙ্ক ইউ’-এর মতো বহু হিন্দি ছবিতে কাজ করেছেন তিনি। এমনকি, তেলুগু এবং কন্নড় ছবিতেও অভিনয় করেছেন সেলিনা। কখনও ইমরান হাশমি, কখনও সানি লিওনির সঙ্গে বিতর্কে নাম জড়িয়েছে সেলিনার। এমনকি ২০২১ সালে শিল্পা শেট্টীর স্বামী রাজ কুন্দ্রার নাম যখন পর্নকাণ্ডে জড়িয়ে পড়ে, তাতেও সেলিনার নাম জড়ায়। ২০২০ সালে শেষ বারের মতো বড়পর্দায় দেখা যায় অভিনেত্রীকে। আপাতত তিনি সমাজমাধ্যম নিয়েই ব্যস্ত। সমাজমাধ্যমে এখন বিভিন্ন রকম বিষয় তৈরি করেন তিনি।
এসএন