প্রথম বিদেশ সফরে তুরস্ককে মধ্যস্থতাকারীর ভূমিকা গ্রহণের আহ্বান পোপের

পোপ লিও বৃহস্পতিবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের সঙ্গে বৈঠকের পর দেশটিকে বিভিন্ন জাতির মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে তার ভূমিকা আরো দৃঢ়ভাবে গ্রহণ করার আহ্বান জানিয়েছেন। এটি তার পোপ হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফর।

চার দিনের সফরের শুরুতে রাজধানী আংকারায় কর্মকর্তাদের ও কূটনীতিকদের উদ্দেশে তিনি বলেন, ‘মিস্টার প্রেসিডেন্ট, তুরস্ক যেন জাতিগুলোর মধ্যে স্থিতিশীলতা ও ঘনিষ্ঠতার উৎস হয়ে ওঠে-ন্যায্য ও স্থায়ী শান্তির সেবায়।’

তিনি বলেন, ‘আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে আমাদের এমন মানুষের প্রয়োজন, যারা সংলাপকে এগিয়ে নেবে এবং দৃঢ় ইচ্ছা ও ধৈর্যের সঙ্গে তা অনুশীলন করবে,’ একই সঙ্গে তিনি বৈশ্বিক পর্যায়ে ‘সংঘাতের তীব্রতা বৃদ্ধির’ বিষয়ে সতর্ক করেন।

ইউক্রেন সংঘাত থেকে শুরু করে গাজা যুদ্ধ, আফ্রিকার হর্ন অঞ্চলসহ নানা সংকটে তুরস্ক নিয়মিতভাবে সংঘাত নিরসনের প্রচেষ্টায় অংশ নিচ্ছে এবং ক্রমশই প্রধান পশ্চিমা শক্তিগুলোর পাশে একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছে।

পোপ লিও বলেন, পূর্ব ও পশ্চিম, এশিয়া ও ইউরোপের মধ্যে সেতুবন্ধ হিসেবে তুরস্কের একটি ‘বিশেষ ভূমিকা’ রয়েছে, তবে দেশটি একই সঙ্গে ‘সংবেদনশীলতার এক মিলনস্থল’, যা তার অভ্যন্তরীণ বৈচিত্র্যের কারণে আরো সমৃদ্ধ।

তিনি বলেন, ‘ভূমধ্যসাগরীয় অঞ্চল এবং সমগ্র বিশ্বের বর্তমান ও ভবিষ্যতে আপনার একটি গুরুত্বপূর্ণ স্থান রয়েছে-বিশেষ করে আপনার অভ্যন্তরীণ বৈচিত্র্যকে মূল্য দেওয়ার মাধ্যমে।’ তিনি এমন এক দেশে এ কথা বলেন, যেখানে আট কোটি ৬০ লাখ জনসংখ্যার মধ্যে প্রায় এক লাখ খ্রিস্টান রয়েছে, আর অধিকাংশ মানুষ সুন্নি মুসলমান।

তিনি বলেন, ‘একজাতীয়তা মানেই দারিদ্র্য। প্রকৃতপক্ষে, একটি সমাজ তখনই প্রাণবন্ত থাকে, যখন সেখানে বহুত্ব থাকে।’

তিনি আরো বলেন, ‘খ্রিস্টানরা আপনার দেশের ঐক্যে ইতিবাচকভাবে অবদান রাখতে চায়। তারা তুর্কি পরিচয়ের অংশ - এবং নিজেদের তেমনই মনে করে।

বিশ্বের ক্যাথলিকদের এই নেতা বলেন, তুরস্কের মতো এমন এক সমাজে, যেখানে ধর্ম দৃশ্যমান ভূমিকা পালন করে, সেখানে সবার ‘মর্যাদা ও স্বাধীনতা’ রক্ষা করা ‘অত্যাবশ্যক’।

তিনি বলেন, ‘আমরা সবাই ঈশ্বরের সন্তান এবং এর ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক তাৎপর্য রয়েছে।’

তিনি যোগ করেন, ‘আজ এটি একটি বড় চ্যালেঞ্জ, যা স্থানীয় নীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক-উভয়কেই নতুনভাবে গড়ে তুলতে হবে।’

টিকে/

Share this news on:

সর্বশেষ

img
মেন্টরের জন্য দুই কিংবদন্তির সঙ্গে আলোচনায় নোয়াখালী Nov 27, 2025
img
ভূমিকম্পে ঢাকার যেসব এলাকা কম ঝুঁকিপূর্ণ Nov 27, 2025
img
মুক্তি পেয়েছে 'স্ট্রে/ঞ্জা/র থিংস ৫, ক্র্যাশ করল নেটফ্লিক্স Nov 27, 2025
img
নারী উদ্যোক্তা তনির মানহানির মামলায় গ্রেপ্তার আকাশ নিবির কারাগারে Nov 27, 2025
img
ফরিদপুরে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক, ১৫ দিনের সাজা Nov 27, 2025
img
কোনো দলের সমালোচনা করে প্রচারণা করব না: জামায়াত প্রার্থী Nov 27, 2025
সারা বাংলাদেশ আজ দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন কামাল হোসে Nov 27, 2025
সেই নাঈম আজ নিজের ঘরই রক্ষা করতে পারল না Nov 27, 2025
গাজীপুর-১: কর্মী সমর্থকদের আস্থার প্রতীক হুমায়ুন কবির খান Nov 27, 2025
গাজীপুরে খালেদা জিয়ার রোগমুক্তির প্রার্থনায় ভক্ত সমর্থকদের দোয়া Nov 27, 2025
img
নির্বাচনে দাঁড়াবো না, রাজনীতিতে যুক্ত হওয়ার কোনো পরিকল্পনাও নেই : প্রেস সচিব Nov 27, 2025
এরশাদ হাসিনা গণতন্ত্র হত্যাকারী, দাবি রিজভীর Nov 27, 2025
img
জুলাই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন শুরু হয়েছে : সাদিক কায়েম Nov 27, 2025
img
বাজে কথায় কান দিই না: সোলাঙ্কি রায় Nov 27, 2025
img
তামীরুল মিল্লাত মাদ্রাসায় ৩০ নভেম্বর থেকে ক্লাস চালুর নির্দেশ Nov 27, 2025
img
ঢাকায় এলাকাভিত্তিক বাড়ি ভাড়া নির্ধারণ করে দেবে ডিএনসিসি : প্রশাসক Nov 27, 2025
img
ধর্মজিকে হারিয়ে শূন্যতায় হেমা মালিনী Nov 27, 2025
img
তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে দেশে ফিরবেন তারেক রহমান: মিন্টু Nov 27, 2025
img
ব্যস্ততার মাঝে মা-বাবার অনুভূতি মনে রাখতে রুক্মিণীর পরামর্শ Nov 27, 2025
img
শেখ হাসিনার সাজা বাড়াতে আপিল করবে প্রসিকিউশন Nov 27, 2025