আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা সংস্থা ইন্টারপোলের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফ্রান্সের লুকাস ফিলিপ। মরক্কোতে অনুষ্ঠিত ইন্টারপোলের ৯৩তম সাধারণ সভায় সদস্যদের ভোটে তিনি এই পদে নির্বাচিত হন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) মরক্কোর রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এমএপি ও রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, ৫৩ বছর বয়সী ফিলিপ বর্তমানে ফরাসি পুলিশ মহাপরিচালকের ইউরোপীয় ও আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। নির্বাচনে তিনি পান ৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তুরস্কের মুস্তাফা সারকান সাবাঞ্জা পান ৬০ ভোট।
এছাড়া নামিবিয়ার অ্যান-মেরি নানদা ১২ ভোট এবং ইথিওপিয়ার ডেমেলাশ গেব্রেমিচায়েল ওয়েলদেয়েস ৮ ভোট পেয়েছেন। লুকাস ফিলিপ বর্তমানে ফরাসি পুলিশ মহাপরিচালকের ইউরোপীয় ও আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
ইন্টারপোলের গঠনতন্ত্র অনুযায়ী সভাপতির মেয়াদ চার বছর। পদটি মূলত আলঙ্কারিক; সভাপতি সাধারণ সভার অধিবেশনে সভাপতিত্ব করেন। তবে সংস্থার দৈনন্দিন কার্যক্রম ও প্রশাসন পরিচালনার দায়িত্ব থাকে সেক্রেটারি জেনারেলের হাতে। বর্তমানে ব্রাজিলের ভ্যালদেসি উর্কিজা ইন্টারপোলের সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন।
১৯২৩ সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটি আন্তর্জাতিক অপরাধ দমন, মানবপাচার রোধ, সাইবার অপরাধ ও সন্ত্রাসবাদ মোকাবিলায় সদস্য দেশগুলোর পুলিশের মধ্যে তথ্য আদান-প্রদান ও সহযোগিতা নিশ্চিত করে থাকে।
এসএস/টিএ