হংকংয়ের দুর্নীতিবিরোধী সংস্থা শুক্রবার জানিয়েছে, একটি আবাসিক ভবনে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনায় তারা আটজনকে গ্রেপ্তার করেছে। ওই অগ্নিকাণ্ডে অন্তত ১২৮ জন নিহত হয়, যা ১৯৮০ সালের পর বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী ভবন-অগ্নিকাণ্ড হিসেবে বিবেচিত হচ্ছে।
এর আগে হংকং পুলিশ বৃহস্পতিবার ঘোষণা দিয়েছে, তাদের তদন্তের অংশ হিসেবে অবহেলাজনিত হত্যাকাণ্ডের সন্দেহে তারা তিনজনকে গ্রেপ্তার করেছে।
আর্থিক কেন্দ্রটির স্বাধীন দুর্নীতিবিরোধী কমিশন (আইসিএসি) জানায়, গ্রেপ্তার হওয়া সাত পুরুষ ও এক নারীর মধ্যে রয়েছেন ‘প্রকল্পের পরামর্শক, স্ক্যাফোল্ডিং সাব-কন্ট্রাক্টর এবং মধ্যস্থতাকারী’।
সংস্থাটি জানায়, যে আবাসিক কমপ্লেক্সটিতে অগ্নিকাণ্ড ঘটে সেটি সংস্কারকাজের আওতায় ছিল এবং আগেই তারা এ ঘটনায় তদন্ত শুরু করেছিল।
আগুনটি ওই আবাসিক এলাকার আটটি উঁচু ভবনের মধ্যে সাতটিতে ছড়িয়ে পড়ে। পুরো কমপ্লেক্সে প্রায় দুই হাজার ইউনিট রয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ৪০ ঘণ্টারও বেশি সময় লাগে।
আইসিএসি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বয়স ৪০ থেকে ৬৩ বছরের মধ্যে। তাদের মধ্যে রয়েছেন ‘ওয়াং ফুক কোর্টের বৃহৎ সংস্কার প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠানের চারজন ব্যক্তি যাদের মধ্যে দুজন পরিচালক ও দুজন প্রকল্প ব্যবস্থাপক ছিলেন, যারা প্রকল্প তদারকির দায়িত্বে ছিলেন’।
গ্রেপ্তার অন্যদের মধ্যে রয়েছেন তিনজন স্ক্যাফোল্ডিং সাব-কন্ট্রাক্টর এবং একজন মধ্যস্থতাকারী।
স্বতন্ত্র বিধিবদ্ধ সংস্থা আইসিএসি অভিযুক্ত অপরাধগুলোর বিস্তারিত জানায়নি।
আইসিএসির তদন্তকারীরা ১৩টি স্থাপনা থেকে কাজের নথিপত্র এবং ব্যাংক রেকর্ডও জব্দ করেছে।
আরপি/টিকে