মার্কিন বিখ্যাত লেখক, প্রকাশক, শিল্পী এবং দার্শনিক আলবার্ট গ্রিন হুবার্ড। তিনি ১৮৫৬ সালের ১৯ জুন আমেরিকার ইলিয়ন অঙ্গরাজ্যের ব্লুমিংটন শহরে জন্মগ্রহণ করেন।
হুবার্ড দ্য প্যালেসটাইন এবং দ্য ফ্র নামে দুটি পত্রিকার সম্পাদক ও প্রকাশক হিসেবে কর্মরত ছিলেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় যুদ্ধের প্রতিবেদন তুলে ধরার জন্য তিনি মহাসাগর পাড়ি দেন।
আলবার্ট হুবার্ড ১৯১৫ সালের ৭ মে মৃত্যুবরণ করেন।
আলবার্ট হুবার্ডের একটি উক্তি:
“রক্ষণশীলেরা এত ভীরু যে যুদ্ধ করতে পারে না, তারা এত মোটা যে পালানোর জন্য দৌড়ও দিতে পারে না।”