ঢাকাই চিত্রনায়িকা শবনম বুবলী। পর্দার পাশাপাশি সামাজিক মাধ্যমেও সরব থাকতে দেখা যায় নায়িকাকে। প্রায়ই নিজের নানা মুহূর্ত ভাগ করে নেন অনুরাগীদের মাঝে।
এবার ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে একটি পোস্ট দিলেন নায়িকা। বুধবার দুপুরে একগুচ্ছ ছবি প্রকাশ করলেন শেহজাদের। তাতে দেখা যায়, ছেলেকে নিয়ে একটি বিলাসবহুল গাড়ির শোরুমে আছেন বুবলী। সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা বিভিন্ন মডেলের মার্সিডিজ গাড়ির পাশে দাঁড়িয়ে আছে শেহজাদ।
কখনও সে নীল-সাদা পোশাকে লাল রঙের গাড়ির পাশে পোজ দিচ্ছে, আবার কখনও গাড়ির ভেতরে বসে রয়েছে। সব মিলিয়ে শোরুমজুড়ে ঘুরে ঘুরে গাড়ি দেখার মুহূর্তগুলোই ফুটে উঠেছে ছবিগুলোতে। সেসব তুলে ধরে ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের গাড়ি লাভার ছেলে।’
এর মধ্য দিয়ে ছেলের নতুন ছবিগুলো প্রকাশ করে আবারও দৃষ্টি কাড়লেন বুবলী। গাড়ির প্রতি শেহজাদের আগ্রহ দেখে অনেকে ভক্তদের প্রশংসামূলক মন্তব্য করেছেন।
২০১৮ সালে গোপনে বিয়ে করেছিলেন শাকিব খান ও বুবলী। তাদের ঘর আলোকিত করে আসে ছেলে শেহজাদ খান বীর। পরে বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসলে তাদের সম্পর্ক নিয়ে নানা আলোচনা ছড়ায়, বিচ্ছেদের খবরও আসে। এখন আলাদা থাকলেও সন্তানের বিষয়েই দুজনের যোগাযোগ।
চলতি বছরে যুক্তরাষ্ট্রে শেহজাদকে নিয়ে একসঙ্গে সময় কাটাতে দেখা যায় শাকিব-বুবলীকে। পার্কে তাদের ঘোরার কিছু ছবি প্রকাশ্যে আসতেই নতুন করে জল্পনা শুরু হয়- তারা কি আবারও কাছাকাছি আসছেন?
আবার সম্প্রতি এক ইভেন্টে বুবলী জানান, ছেলে বীরের সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। মজার বিষয় হলো, শাকিব নাকি ছেলেকে শিখিয়ে দিয়েছেন কোনো মেয়েকে পছন্দ হলে সবার আগে মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতে হবে! বাবা-ছেলের এমন খুনসুটিতে তিনিও নাকি বেশ আনন্দ পান।
আরপি/এসএন