ক্যারিয়ারের সুসময় পার করছেন তৌসিফ মাহবুব। অপূর্ব-নিশোরা নাটক কমিয়ে দেবার পর এই অভিনেতার ব্যস্ততা আগের চেয়ে আরো অনেকটাই বেড়েছে। একের পর এক কাজ দিয়ে ধারাবাহিকভাবে প্রশংসা কুড়াচ্ছেন।
এরমধ্যে আজ বুধবার নিজের সোশ্যাল হ্যান্ডেলে লাক্স তারকা নাজিফা তুষির সঙ্গে বেশ কিছু ছবি পোস্ট করেন তৌসিফ। সেই ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেন, ‘এ হাওয়া আমায় নেবে কতদূর…’।
‘হাওয়া’ খ্যাত এই নায়িকার সঙ্গে আগে কখনোই দেখা যায়নি তৌসিফকে। একসঙ্গে তাদের কোনো কাজও হয়নি। যার কারণে এমন ছবি পোস্টের কারণে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে চর্চা শুরু হয়েছে, তাদের দুজনকে হয়তো এবার একসঙ্গে দেখা যাবে।
কেউ কেউ বলছেন, তাদের দুজনকে একসঙ্গে সিনেমায় মানাবে। আবার কেউ বা বলছেন, ওয়েবে জুটি হলেও মন্দ হয় না। অনুরাগীদের মধ্যে নানা জল্পনা-কল্পনা চললেও দিনভর রহস্য জিইয়ে রেখেছেন দুই অভিনয়শিল্পী।
এদিকে অভিনেতা তৌসিফ মাহবুবও সাম্প্রতিক সময়ে বলে আসছিলেন যে, তিনি সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন। শুধু অপেক্ষা করছেন ভাল গল্প, চিত্রনাট্যের। এরমধ্যে ‘হাওয়া’ খ্যাত নায়িকার সঙ্গে এই অভিনেতাকে পেয়ে দুইয়ে দুইয়ে চার মেলাতে ছাড়ছেন না অনুরাগীরা।
এই বিষয়ে জানতে যোগাযোগ করা হয় তৌসিফ মাহবুবের সঙ্গে। তিনিও যেন খানিক রহস্য জিইয়ে রাখলেন!
দেশের একটি গণমাধ্যমকে এই অভিনেতা বলেন, ‘তুষির সঙ্গে আমার পরিচয় অনেক বছরের। ও যখন লাক্স থেকে বের হয় তখনই আমার সঙ্গে একটি কাজ হবার কথা ছিল কিন্তু কোনো কারণে সেটি আর হয়নি।
এরপর আমাদের একসঙ্গে আর কাজ করা হয়নি। এবার যদি সামনে কিছু একটা আসে, তাহলে তো মন্দ হয় না।’
তৌসিফ জানিয়েছেন, দুজনের দেখা হয় না অনেক দিন। আজ জিম করতে গিয়ে দুজনার দেখা হয়ে যায় এবং কাজ নিয়ে নানা আলোচনা হয়।
অভিনেতা বললেন, ‘‘তুষিই আমাকে বলছিলো যে, ‘তোমার তো এখন ভালো সময় যাচ্ছে, এখনই উচিত তোমার সিনেমা করা। ইটস হাই টাইম।’ তখন আমি নিজেই তাকে বলেছি, ‘তোমার কাছে যদি ভালো কোনো গল্প থাকে বা আসে, যে গল্প-চরিত্রের সঙ্গে আমাকে ম্যাচ করবে তাহলে তুমি আমাকে জানিও’।’’
সিনেমা প্রসঙ্গে তৌসিফ বললেন, ‘আমি সত্যি সিনেমা করতে চাই। একটা ভালো গল্প এবং পরিচালক হলে আমি প্রস্তুত আছি। ছবি পোস্ট করার পর ইতিমধ্যে অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করেছেন। আমাদেরকে একসঙ্গে দেখে অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন, এটাও আমি বেশ ইতিবাচকভাবে দেখি। এখন দেখা যাক, সামনে কি হয়।’
এদিকে কিছুদিন আগেই অন্তর্জালে উন্মুক্ত হয়েছে তৌসিফ মাহবুবের ওয়েব ফিল্ম ‘ফার্স্ট লাভ’। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন শাম্মি ইসলাম নীলা। দর্শকের কাছে প্রশংসা কুড়াচ্ছে এই জুটি।
অন্যদিকে, ‘হাওয়া’ সিনেমার পর আর পর্দায় দেখা যায়নি নাজিফা তুষিকে। এরমধ্যে বেশ কয়েকটি সিনেমার কাজ শেষ করেছেন তিনি। সদ্যই শেষ করলেন রায়হান রাফীর ‘আন্ধার’ সিনেমার কাজ।
আইকে/এসএন