বলিউড অভিনেতা রণবীর সিং একবারের ভুল মন্তব্যেই আবারও বিতর্কের মুখে। সম্প্রতি আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসবে ‘কান্তারা’ সিনেমার এক দৃশ্যের ব্যঙ্গাত্মক অনুকরণ করে তিনি তুলু সম্প্রদায়ের দৈব নৃত্যকে ‘মহিলা ভূত’ হিসেবে উল্লেখ করেন। এ মন্তব্য ভাইরাল হতেই তার বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ আসে।
প্রথমবার হিন্দু জনজাগ্রুতি সমিতির পক্ষ থেকে গোয়ার পানাজি থানায় অভিযোগ করা হয়েছিল। ক্ষমা চাওয়ার পরও অভিযোগ থামেনি। বুধবার বেঙ্গালুরুর হাই গ্রাউন্ড পুলিশ স্টেশনে নতুন করে মামলা দায়ের করেন প্রশান্ত মেথাল নামে একজন আইনজীবী। অভিযোগনামায় বলা হয়েছে, রণবীরের কৌতুক করা মন্তব্যে সমগ্র তুলু সম্প্রদায় অপমানিত হয়েছেন। চামুণ্ডা দেবীকে ‘মহিলা ভূত’ হিসেবে সম্বোধন করা অত্যন্ত অসম্মানজনক এবং অবমাননাকর, যা ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে।
ঘটনার সূত্রপাত হয় ইফি’র মঞ্চ থেকে। সেখানে রণবীর বলেন, “আমি এই ছবিটি দেখেছি। আপনার অভিনয় দুর্দান্ত হয়েছে ঋষভ! বিশেষ করে যখন এক ‘মহিলা ভূত’ আপনার উপর ভর করেছিল।” এরপর তিনি দৃশ্যটি অনুকরণ করেন, যেখানে চামুণ্ডা মাতা ঋষভের চরিত্রের ভিতরে প্রবেশ করেন। এই অভিনয় প্রক্রিয়ায় দর্শকরা হেসে উঠলেও তুলু সম্প্রদায়ের মানুষদের মধ্যে ক্ষোভ তৈরি হয়।
অভিযোগে আরও উল্লেখ রয়েছে, রণবীরের মন্তব্যে ইচ্ছাকৃতভাবে দেবতাদের অসম্মান করা হয়েছে। তাই আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এমন পরিস্থিতিতে বলিউডের জনপ্রিয় অভিনেতা আবারও চাপের মুখে, এবং নেটদুনিয়ায় এই ঘটনায় তীব্র সমালোচনা চলছে।
আরপি/এসএন