ভারতীয় সিনেমায় ২০২৬ সালের ৯ জানুয়ারি দিনটি নয়া ইতিহাসের সূচনা করতে চলেছে বলে মনে করছেন বাণিজ্য বিশ্লেষকেরা। কারণ সেদিনই মুক্তি পেতে যাচ্ছে দক্ষিণের দুই সুপারস্টার—থালাপতি বিজয়ের ‘জনানায়াগন’ এবং প্রভাসের ‘দ্য রাজা স্যাব’। দুই ভিন্ন ধারার ছবি, দুই বিপুল জনপ্রিয় নায়ক এবং দুই শিল্পশক্তির মুখোমুখি লড়াই—সব মিলিয়ে দিনটিকে বলা হচ্ছে সত্যিকারের ‘মহারণ’।
রাজনৈতিক প্রেক্ষাপটকে ঘিরে নির্মিত অ্যাকশনধর্মী ছবি ‘জনানায়াগন’ ইতোমধ্যে তামিলনাডু, কেরালা ও আন্তর্জাতিক বাজারে রেকর্ডমূল্যের আগাম চুক্তি করেছে। শুধু ওটিটি প্ল্যাটফর্মেই নাকি সিনেমার আগাম বিক্রি হয়েছে ১২১ কোটি টাকায়, যা দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে নতুন নজির।
অন্যদিকে, প্রভাস অভিনীত ভৌতিক-হাস্যরসের ছবি ‘দ্য রাজা স্যাব’ তেলেগু অঞ্চল ছাড়িয়ে উত্তর ভারতেও ব্যাপক উত্তেজনা তৈরি করেছে। প্রভাসের সর্বভারতীয় আকর্ষণ ও ছবির ব্যতিক্রমী ধারা—দুটিই মিলেছে দর্শকের আগ্রহে।
বাণিজ্য মহলে ধারণা, এই ছবি উত্তর ভারতের বাজারে বড় প্রভাব ফেলতে পারে।
এই লড়াই শুধু দুই ছবির নয়—দুই শিল্পের, দুই তারকার এবং দুই বিপুল ভক্তগোষ্ঠীর। বিশেষ করে ভিজয়ের সম্ভাব্য শেষ ছবি নিয়ে ভক্তদের আবেগ তুঙ্গে। অন্যদিকে, প্রভাস ফিরছেন তার পুরনো গণ-বিনোদনমূলক রূপে, যা বক্স অফিসে আগুন ধরাতে পারে বলে মনে করা হচ্ছে।
সব মিলিয়ে, ৯ জানুয়ারি যেন এক চলচ্চিত্র উৎসব। বক্স অফিসে এই দ্বৈরথ শেষ পর্যন্ত কোন দিকে ঝুঁকবে, তা দেখতে মুখিয়ে আছেন পুরো ভারতীয় উপমহাদেশের দর্শক।