শেয়ারবাজারের স্থিতিশীলতায় ‘সর্বোত্তম ব্যবস্থা’ নেবে বাংলাদেশ ব্যাংক

চলতি সপ্তাহের শুরু থেকেই অস্থির দেশের শেয়ারবাজার। রেকর্ড দরপতনের খবরে দিশেহারা বিনিয়োগকারীরা। এমন পরিস্থিতিতে শেয়ারবাজারে স্থিতিশীলতা আনয়ন ও উন্নয়নের লক্ষ্যে ‘সর্বোত্তম প্রস্তাব’ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক (বিবি)।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সঙ্গে সাক্ষাত করেছেন ঢাকা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) একটি প্রতিনিধি দল। এসময় ওই প্রতিনিধি দল শেয়ারবাজারে স্থিতিশীলতা আনয়নের লক্ষ্যে কয়েক দফা প্রস্তাব পেশ করে।

সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, বাংলাদেশ ব্যাংকে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) একটি প্রতিনিধি দল গভর্নর ফজলে কবিরের সঙ্গে সাক্ষাৎ করেছে। এসময় পুঁজি-বাজারের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন গভর্নর।

বাংলাদেশ ব্যাংকের (বিবি) মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, গভর্নর ডিসিসিআই’র প্রতিনিধি দলকে জানিয়েছেন- পুঁজি-বাজারের সার্বিক উন্নয়ন ও স্থিতিশীলতায় এখন পর্যন্ত যেসব প্রস্তাব পাওয়া গেছে, তার মধ্যে সর্বোত্তম প্রস্তাব বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংক সব ধরনের সহায়তা করবে। বৈঠকে ডিসিসিআই’র সভাপতি শামস মাহমুদ, সহ-সভাপতি এন কে এ মবিন এবং সহসভাপতি মোহাম্মদ বাশির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে মঙ্গলবারও ব্যাপক দরপতনের কবলে পড়েছে দেশের শেয়ারবাজার। মঙ্গলবার সূচক কমেছে ৮৭ পয়েন্ট। সূচকের এই বড় দরপতনের প্রতিবাদে লেনদেন শেষ হওয়ার আগেই রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন বিনিয়োগকারীরা। বাংলাদেশ পূঁজি-বাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

 

টাইমস/এসএন/টিএইচ

Share this news on:

সর্বশেষ

img
সরকারকে যারা চাপে রাখতে চেয়েছিল তারা নিজেরাই চাপে আছে: ওবায়দুল কাদের May 03, 2024
img
শনিবার বন্ধ থাকবে ২৫ জেলার স্কুল-মাদরাসা May 03, 2024
img
কারামুক্ত হলেন মামুনুল হক May 03, 2024
img
১০ টাকায় টিকিট কেটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী May 03, 2024
img
এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা May 03, 2024
img
গাজীপুরে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনে যাত্রীবাহী ট্রেনের ধাক্কা, আহত অনেক May 03, 2024
img
আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ May 03, 2024
img
অবশেষে ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীদের নিয়ে মুখ খুললেন বাইডেন May 03, 2024
img
জাতিসংঘে বাংলাদেশ উত্থাপিত ‘শান্তির সংস্কৃতি’ রেজ্যুলেশন গৃহীত May 03, 2024
img
গাজা ইস্যুতে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দিলো তুরস্ক May 03, 2024