রংপুরে অনুষ্ঠিত ইসলামী ৮ দলের বিভাগীয় সমাবেশ থেকে ফেরার পথে পিকআপ উল্টে ফারুক মৌলভি (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮ জন।
বুধবার (৩ ডিসেম্বর) রাতে রংপুরের পীরগঞ্জ উপজেলার মাদারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নাহিদ ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ফারুক মৌলভি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পাবনাপুর দক্ষিণপাড়া এলাকার মো. বাবুর ছেলে। দুর্ঘটনায় আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাদের সবাইকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে রংপুর নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে ৮ সমমনা দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে গাইবান্ধার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা যোগ দেন। ফারুক মৌলভিও ওই সমাবেশে অংশ নিতে সকালে সঙ্গীদের সঙ্গে রংপুরে আসেন। দিনের কর্মসূচি শেষে রাতে একই পিকআপ ভ্যানে করে তারা বাড়ির উদ্দেশে রওনা হন।
রাত ১০টার দিকে পীরগঞ্জের মাদারহাট এলাকায় পৌঁছালে পিকআপ ভ্যানটির সামনের ডানপাশের টায়ার হঠাৎ বিস্ফোরিত হয়।
এতে চালক গাড়ির নিয়ন্ত্রণহারান এবং পিকআপটি সড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু ঘটে ফারুক মৌলভির। এ দুর্ঘটনায় ৮ জন গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন ও পুলিশ উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের দ্রুত পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। নিহতের মরদেহ উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, রাতে সড়কটি ফাঁকা থাকায় পিকআপটি তুলনামূলক দ্রুতগতিতে চলছিল। টায়ার বিস্ফোরিত হওয়ার সঙ্গে সঙ্গে সেটি পাল্টা আঘাতে একাধিকবার উল্টে যায়। ফলে ভ্যানের পেছনের অংশে থাকা যাত্রীরা গুরুতর আঘাত পান।
তারা জানান, ফারুক মৌলভি এলাকার পরিচিত মানুষ ছিলেন এবং ধর্মীয় ও সামাজিক কাজে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ ও হাসাপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।
স্থানীয়দের দাবি, রংপুর-পলাশবাড়ী সড়কে দীর্ঘদিন ধরে ভারি যানবাহনের চাপ থাকায় সড়কটির বিভিন্ন অংশে গর্তের সৃষ্টি হয়েছে। অবিলম্বে সড়কটির সংস্কার করা হোক।
দুর্ঘটনার এই খবর ছড়িয়ে পড়লে নিহতের পরিবার, স্বজন ও স্থানীয়দের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে।
পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) নাহিদ ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে মনে হচ্ছে, টায়ার বিস্ফোরণের কারণেই পিকআপটি নিয়ন্ত্রণ হারায়। ফারুক মৌলভির মরদেহ রংপুর মেডিক্যালে পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এমআর