‘পুষ্পা: দ্য রাইজ’ ছবির ‘উ অণ্টাভা’ গানে সামান্থা রুথ প্রভুর আগুনঝরা উপস্থিতি দর্শকদের বিস্মিত করেছিল। কিন্তু পর্দার সেই আত্মবিশ্বাসী, উজ্জ্বল নারীর ভেতরে ঠিক উল্টো অনুভূতিই কাজ করত বলে জানালেন অভিনেত্রী নিজেই। সাম্প্রতিক এক আন্তরিক কথোপকথনে তিনি বললেন, নিজেকে কখনোই তিনি আকর্ষণীয় বা দৃষ্টিনন্দন নারী হিসেবে ভাবতে পারেননি। তাই এই গানে অংশ নেওয়া ছিল তার জন্য পুরোপুরি এক ব্যক্তিগত পরীক্ষা, আত্মবিশ্বাস অর্জনের পথ।
সামান্থা জানান, তাকে যখন এই সাহসী গানের অফার দেওয়া হয়, তিনি প্রথমেই অবাক হয়ে গিয়েছিলেন। মনে হয়েছিল, তিনি কি আদৌ এমন চরিত্রে বিশ্বাসযোগ্য হয়ে উঠতে পারবেন। কিন্তু ভয় না পেয়ে তিনি সিদ্ধান্ত নেন নিজের সীমা ভাঙার। পর্দায় যে নারীকে দেখা গিয়েছিল—দৃপ্ত, তেজি ও আত্মবিশ্বাসী—সামান্থা মনে করেন সেই শক্তি তার ভেতরে সচরাচর জাগে না। অথচ সেই চরিত্র ফুটিয়ে তোলা ছিল তার আত্মমুক্তির এক প্রক্রিয়া।
এখন ‘শুভম’ নামের নতুন প্রকল্প নিয়ে প্রযোজনায় পা রাখতে চলেছেন তিনি। একসময় পাশের বাড়ির সাধারণ মেয়ের চরিত্রে যিনি দর্শকদের কাছে পরিচিত ছিলেন, এখন তিনি হয়ে উঠছেন আত্মগ্রহণ ও আত্মসম্মান নিয়ে শিল্পের এক নতুন কণ্ঠস্বর। অভিনয় থেকে প্রযোজনা—সব ক্ষেত্রেই সামান্থা নিজের পথ নিজেই বানিয়ে নিচ্ছেন।
আইকে/এসএন