অভিনয়ের ভুবনে নতুন প্রজন্মের জন্য পথপ্রদর্শকের মতোই আলো ছড়িয়ে যাচ্ছেন শাহরুখ খান। সেই আলোর স্পর্শ পেয়েছেন তরুণ অভিনেত্রী অনন্যা পান্ডেও। ইএফপি মৌসুম পনেরোর মঞ্চে দাঁড়িয়ে অনন্যা তুলে ধরলেন এমন এক অভিনয়-উপদেশ, যা তাঁর জীবন বদলে দিয়েছে।
তিনি জানিয়েছিলেন, পর্দায় শোক প্রকাশ মানেই কান্না নয়, বরং শূন্যতার অনুভব-এমনটাই শিখিয়েছিলেন শাহরুখ। তিনি বলেছিলেন, কেউ মারা গেছেন এটা ভাবার বদলে, ভাবো তাঁকে ছাড়া তোমার জীবন কেমন হবে। এই কল্পনা নাকি অভিনয়ের গভীরতম আবেগকে জাগিয়ে তোলে সবচেয়ে সত্যিকারেরভাবে।
অনন্যা আরও বলেন, জীবনের সুখের মুহূর্তগুলোর স্মৃতি যখন বুঝিয়ে দেয় সেই দিনগুলো আর কখনো ফিরে আসবে না, তখনই আসল শোকের জন্ম হয়। শাহরুখের এই দৃষ্টিভঙ্গিই তাঁকে এনে দিয়েছে অভিনয়ে নতুন মাত্রা ও আবেগের সূক্ষ্মতা।
এই শিক্ষা আবারও মনে করিয়ে দেয় কেন শাহরুখ খান এখনও নবীন প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস। তিনি জানিয়ে দেন, অভিনয় শুধু প্রকাশ নয়, দৃষ্টিভঙ্গিরও শিল্প।
এদিকে অনন্যা উচ্ছ্বাস নিয়ে কথা বলেছেন তাঁর কাজিন আহান পান্ডের অভাবনীয় সাফল্যের বিষয়ে, যিনি সাইয়ারা ছবির মাধ্যমে চমকে দিয়েছেন পুরো শিল্পজগতকে। একই সঙ্গে অনন্যা জানালেন সিনেমার জগতে সাফল্য কতটা অনিশ্চিত, আর কতটা বিস্ময়পূর্ণ।
আগামী দিনে তাঁকে দেখা যাবে কার্তিক আরিয়ানকে সঙ্গে নিয়ে তু মেরি মেঁ তেরা মেঁ তেরা তু মেরি ছবিতে, যা মুক্তি পেতে চলেছে পঁচিশ ডিসেম্বর।
পিএ/এসএন