ফাতিমা সানা শেখ যেন এক নিঃশব্দ রোমান্টিকতার দূত। নতুন ছবি গুস্তাখ ইশক – কিছু আগে জ্যাদা–র প্রচারে তিনি নিজেকে উপস্থাপন করেছেন এক অনবদ্য শৈলীর মাধ্যমে। তার প্রতিটি পোশাক যেন গল্প বলে, যেন ছবির কোমল, পুরোনো দিনের প্রেমের আবহটিকে নতুন করে জীবন্ত করে তোলে।
রূপসজ্জায় তিনি যেমন সাদামাটা, তেমনি অনন্য। কখনও হাতে বোনা রুপালি শাড়ির মায়াবী ঝিলিক, কখনও শীতের সন্ধ্যায় ভেলভেটের ঐশ্বর্য, আবার কখনও আধুনিকতার স্পর্শ মাখা ধাতব রঙের সমসাময়িক সাজ। প্রতিটি লুকে তিনি যেন মিলিয়ে নেন ঐতিহ্য আর আধুনিকতার সূক্ষ্ম সেতুবন্ধ।
ছবির চরিত্রের মরমী জগৎকে আত্মস্থ করে ফাতিমার প্রতিটি উপস্থিতি হয়ে উঠছে গল্পেরই অংশ। কোনও বড় আড়ম্বর না, কোনও অতিরিক্ত প্রদর্শন না তার নিঃশব্দ সৌন্দর্যেই ধরা দিচ্ছে এক গভীর পরিমিতি, এক অভিজাততার প্রকাশ। প্রচারণার প্রতিটি দিনে তিনি যেন নতুন করে সংজ্ঞা লিখছেন সহজ অথচ স্মরণীয় রুচির।
বলিউডে যেখানে আলোকোজ্জ্বলতার প্রতিযোগিতা তীব্র, সেখানে ফাতিমার এই স্নিগ্ধ পরিমিতি যেন এক নতুন মানদণ্ড তৈরি করছে। আড়ালের সৌন্দর্যও যে কতটা শক্তিশালী হতে পারে, তার প্রমাণ হয়ে উঠছেন তিনি নিজেই।
এমকে/এসএন