সামান্থা রুথ প্রভুর বন্ধু মেঘনা ভিনোদ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নবদম্পতি সামান্থা ও পরিচালক রাজ নিদিমোরু মেহেদি ও বারমালা অনুষ্ঠানের নতুন কিছু ছবি। তিন দিন আগেই সামান্থা নিজেই ইনস্টাগ্রামে বিয়ের খবর জানিয়েছিলেন। ঘনিষ্ঠ পরিজনদের উপস্থিতিতে গত ১ ডিসেম্বর তাদের বিয়ে হয়। তারপর থেকেই তাদের বিয়ের মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
নতুন ছবিগুলোতে দেখা গেছে সামান্থা হাসিমুখে তার মেহেদি দেখাচ্ছেন আর রাজ পেছন থেকে সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করছেন। আরেক ছবিতে দেখা গেছে বারমালার সময় সামান্থা রাজের দিকে তাকিয়ে হাসছেন, চোখ সরাতেই পারছেন না। এছাড়া আছে সামান্থার লাল শাড়িতে ঘর থেকে বের হওয়ার মুহূর্ত এবং সামান্থা-মেঘনার সোফায় বসে মেহেদি দেখানোর একটি ছবি।
মেঘনাক্যাপশনে লিখেছেন, ভালোবাসা মানে যা তুলে ধরে আবার স্থিরও রাখে, শোনে আবার শক্তি দেয়, শান্ত করে আবার মুক্তিও দেয়। তোমাকে বিয়ে করতে দেখে তোমার ভেতরে নতুন এক উচ্ছ্বাস দেখেছি। রাজকে পেয়ে আমি সারা জীবনের জন্য এক ভাইও পেয়ে গেলাম।
মেঘনাক্যাপশনে লিখেছেন, ভালোবাসা মানে যা তুলে ধরে আবার স্থিরও রাখে, শোনে আবার শক্তি দেয়, শান্ত করে আবার মুক্তিও দেয়।
তবে এই আনন্দের মাঝেই রাজে প্রাক্তন স্ত্রী শ্যামালিকে নিয়ে আলোচনা চলছে। এমনকি তাদের আইনি বিচ্ছেদ নিয়েও নানান গুঞ্জন উঠেছে। এদিকে রাজের বোন শীতল একটি পারিবারিক ছবি শেয়ার করে মন্তব্য করেছেন যে এই অশ্রু কষ্টের নয়, বরং কৃতজ্ঞতার। তিনি লিখেছেন, পরিবারে যে শান্তি আর স্বচ্ছতা এসেছে, তার জন্য কৃতজ্ঞ। রাজ ও সামান্থার যাত্রায় এক ধরনের ‘নরম সামঞ্জস্য’ তৈরি হয়েছে। সামান্থা নিজেও মেঘনার পোস্ট রিশেয়ার করে লিখেছেন, ২০ বছরের বন্ধুত্ব, যা সময়ের সঙ্গে আরও গভীর হচ্ছে। অন্যদিকে, স্টাইলিস্ট পাল্লভি সিংহও কয়েকটি ছবি পোস্ট করেছেন, যার একটি বারমালার পর সামান্থা হাসিমুখে রাজ ও সীতা আর মেননকে সঙ্গে নিয়ে এগিয়ে যাচ্ছেন।
উল্লেখ্য, সামান্থা ও রাজ প্রথম একসঙ্গে কাজ করেন দ্য ফ্যামিলি ম্যান সিরিজে। পরে সিটাডেল: হানি বান্নিতে কাজ করতে গিয়েই তাদের সম্পর্ক ঘনিষ্ঠ হয়। এর আগে সামান্থার বিয়ে হয়েছিল অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে তবে ২০২১ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। পরে নাগা চৈতন্য অভিনেত্রী শোভিতা ধুলিপালাকে বিয়ে করেন।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
এমকে/এসএন