জাহ্নবী কাপুর যেন আবারও প্রমাণ করলেন তাঁর উপস্থিতি শুধু ক্যামেরার সামনে নয়, পুরো বলিউডজুড়েই আলাদা শক্তি রাখে। মায়ের মৃত্যু ঘিরে সংবাদমাধ্যমের অসংবেদনশীলতা প্রসঙ্গে স্পষ্টভাষী মন্তব্য করে যখন তিনি নতুন করে আলোচনায়, ঠিক তখনই নীরব আভিজাত্যে আরও একবার নজর কাড়লেন এই তারকা-কন্যা।
সম্প্রতি হলুদ-মাস্টার্ড রঙের সূচিকর্ম করা পোশাকে তাঁর এক উপস্থিতি ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। গড়ন-ধরা কাঁধের ডিজাইন, আঁটসাঁট খোঁপা আর হাতের ছোট্ট ব্যাগ সব মিলিয়ে এক অন্যরকম ব্যক্তিত্বময় লুক। ভক্তরা তাঁকে স্নেহভরে নামও দিয়েছেন ‘পেড্ডি বিউটি’।
বিতর্কের ঝড় চারদিকে থাকলেও জাহ্নবী কিন্তু দমে যাননি। বরং নিজের গতিতে, নিজের ছন্দে এগিয়ে চলেছেন। করণ জোহরের নতুন প্রকল্প নিয়ে ব্যস্ততা, সঙ্গে স্টাইল-স্টেটমেন্টে একের পর এক চমক সব মিলিয়ে তিনি যেন নিজের পথ নিজেই গড়ে নিচ্ছেন।
স্পষ্ট বোঝা যাচ্ছে জাহ্নবী এখন শুধুই ফ্যাশন নয়, প্রভাবশালী উপস্থিতি নিয়েই বলিউডে নিজের জায়গা পোক্ত করছেন।
এমকে/এসএন