চলচ্চিত্র ও বিনোদন জগতের আলোচিত অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য তার অভিনয় ও পোশাক বিষয়ক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন। শ্বেতা জানিয়েছেন, “পোশাক নিয়ে আমার কোনও ছুঁৎমার্গ নেই। তবে হট প্যান্ট হবে, এই জোর আমি মানি না। যে পোশাকে স্বচ্ছন্দ নই, সেই পোশাকে ভালো অভিনয় করব কী করে?”
এই বক্তব্যে স্পষ্ট হয়, অভিনেত্রীর জন্য অভিনয় এবং আত্মবিশ্বাস সর্বোচ্চ গুরুত্ব পায়। নিজের কমফোর্টের বাইরে কোনো পোশাক গ্রহণ না করার বিষয়টি শ্বেতা নিজেকে প্রফেশনাল রাখার প্রমাণ হিসেবে দেখিয়েছেন। তার মতে, দর্শকরা যে চরিত্রে তাকে দেখে ভালো অভিনয় আশা করেন, সেই মান বজায় রাখার জন্য নিজেকে স্বচ্ছন্দ রাখতে হবে।
শ্বেতার এই বক্তব্য মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। বিশেষ করে নতুন প্রজন্মের অভিনেত্রী ও অভিনেতাদের জন্য এটি প্রেরণার উৎস হিসেবে বিবেচিত হচ্ছে। পোশাক ও আত্মবিশ্বাসের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখার গুরুত্বও পুনরায় সামনে এসেছে।
শ্বেতা ভট্টাচার্য তার ক্যারিয়ারের প্রতি সচেতনতা, পেশাদারিত্ব এবং ব্যক্তিগত মানসিকতা নিয়ে সবসময়ই দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছেন। নতুন প্রজন্মের অভিনয়শিল্পীরাও তার এই দৃষ্টিভঙ্গি থেকে অনুপ্রেরণা পাচ্ছেন।
আরপি/এসএন