ভারতের বিখ্যাত সেতারবাদক রবি শঙ্কর কন্যা সংগীতশিল্পী আনুশকা শঙ্কর। সম্প্রতি এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে যাত্রা করার সময় এক বাজে অভিজ্ঞতার শিকার হলেন এই শিল্পী। অভিযোগ, বিমান কর্তৃপক্ষের গাফিলতিতে তার অত্যন্ত প্রিয় ও গুরুত্বপূর্ণ সেতারটি ভেঙে গেছে।
এমন অপ্রত্যাশিত ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন আনুশকা। ভিডিওটিতে ভাঙা সেতারটি দেখিয়ে ভারতীয় বংশোদ্ভুত এই ব্রিটিশ শিল্পী বলেন, ‘এই দেশ সংগীত ও সংস্কৃতির দেশ। অথচ সেখানেই এই দুর্ঘটনা ঘটল। এই প্রথমবার আমি এয়ার ইন্ডিয়ার বিমানে যাত্রা করলাম এবং প্রথমবারেই এমন অভিজ্ঞতা হলো। আমি সত্যি খুব ভেঙে পড়েছি।’
একাধিকবার গ্র্যামি মনোনীত এই শিল্পী আরও বলেন, ১৭ বছরের ক্যারিয়ারে তার সঙ্গে এমন ঘটনা কখনও ঘটেনি।
কোনো বাদ্যযন্ত্রের এমন ক্ষতি হয়নি।
তিনি অভিযোগ করেন, সেতারটি গন্তব্যে সঠিকভাবে পৌঁছানোর জন্য তিনি ‘স্পেশাল হ্যান্ডলিং চার্জ’ হিসেবে অতিরিক্ত অর্থ পরিশোধ করেছিলেন।
সেই খরচ নেওয়ার পরও এয়ার ইন্ডিয়া কেন এমন গাফিলতি দেখাল, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
ভিডিওর ক্যাপশনে আনুশকা লেখেন, ‘এয়ার ইন্ডিয়ার এই ধরনের দায়সারা আচরণের জন্য আমার প্রাণের প্রিয় সেতারটি ভেঙে গেছে। এটা শুধুমাত্র অবহেলার ফল।’
আনুশকার এই ভিডিওটি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং সমালোচনার ঝড় ওঠে। ভিডিওতে মন্তব্য করেছেন জাকির খান এবং বিশাল দাদলানির মতো তারকারা। নেটিজেনরাও এই ঘটনার তীব্র নিন্দা করেছেন।
আরপি/টিকে