ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স’-এ যুক্ত হলেন কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু।
ছবির টিম জানিয়েছে, খুব শিগগিরই তিনি শুটিংয়ে অংশ নেবেন। এতে শাকিবের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে।
নির্মাতাদের ভাষ্যে, কাস্টে জ্যোতির্ময়ীর যুক্ত হওয়ায় সিনেমাটি আরও পরিপূর্ণ হবে এবং গল্পে যোগ হবে নতুন মাত্রা। শাকিবের বিপরীতে তাঁর উপস্থিতি ছবির রসায়ন ও গতি-দুটোকেই বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।