অমিতাভ বচ্চন হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে এক অনন্য সংযোজন। পাঁচ দশকেরও বেশি সময় ধরে অক্লান্ত পরিশ্রম, দৃঢ় অধ্যবসায় ও শিল্পের প্রতি গভীর নিষ্ঠা তাঁকে এনে দিয়েছে এক স্বতন্ত্র অবস্থান। পর্দার সাফল্যের পেছনে থাকা দীর্ঘ সংগ্রাম তাঁর জীবনদর্শনকে করেছে আরও প্রখর। সেই অভিজ্ঞতার আলোতেই তিনি মানুষের জন্য রেখে যান অনুপ্রেরণার বার্তা। অমিতাভের ভাষায়, যা খুব সহজে মিলতে পারে, তার স্থায়িত্ব কম।
আর যে সাফল্য কঠোর পরিশ্রমের পথ পেরিয়ে আসে, তা থাকে দীর্ঘদিন। জীবনের পথচলায় অধ্যবসায়ের গুরুত্ব তুলে ধরতেই তিনি বলেন, পরিশ্রমই মানুষের অর্জনকে দৃঢ় ও স্থায়ী করে। বিনোদনজগতে তাঁর এই জীবনদর্শন আজও দর্শক ও তরুণ শিল্পীদের অনুপ্রেরণার উৎস।