বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন নিজের ব্যক্তিত্ব, আত্মসম্মান এবং স্বাধীনতার কথা আবারও মনে করিয়ে দিলেন এক উজ্জ্বল বার্তায়। জানালেন, তিনি নিজের হাতেই নিজের জন্য ২২ ক্যারাটের হীরে আংটি কিনেছেন কারও উপহার নয়, কোনও সম্পর্কের চিহ্ন নয়, বরং নিজের প্রতি নিজের ভালোবাসার প্রতীক।
সুস্মিতা বলেন, এই আংটি তার কাছে আশার প্রতীক। প্রতিদিন এই আংটি পরলে নিজেকে স্মরণ করিয়ে দেন নিজেকে ভালোবাসতে, নিজের ওপর আস্থা রাখতে তার কারও প্রয়োজন নেই। নিজের শক্তি, নিজের যাত্রা আর নিজের সিদ্ধান্তেই তিনি সবচেয়ে বেশি গর্বিত। হীরের ঝলক তাকে মুগ্ধ করে, কারণ সেই ঝলকের মধ্যেই তিনি খুঁজে পান আলোর মতো আশার দীপ্তি।
সুস্মিতার এই বক্তব্য শুধু গয়নার প্রশংসা নয়, বরং নারীর আত্মনির্ভরতা ও নিজেকে শ্রদ্ধা করার এক উজ্জ্বল বার্তা, যা অনেকের কাছেই অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।
আরপি/টিকে