অভিনেত্রী শ্রুতি দাস কাজের জায়গায় নিজের সীমা, পছন্দ এবং অবস্থান স্পষ্ট করলেন এক সোজাসাপ্টা মন্তব্যে। জানালেন, শুধুমাত্র অহেতুক বা গল্পের প্রয়োজনে না থাকলে তিনি কোনও চুম্বন দৃশ্যে রাজি নন। এই সিদ্ধান্তের সঙ্গে তার বিবাহিত বা অবিবাহিত অবস্থার কোনও সম্পর্ক নেই এটাই তার ব্যক্তিগত পছন্দ, তার কর্মনীতির অংশ।
শ্রুতি বলেন, তিনি সর্বদা এমন চরিত্র ও গল্পে অভিনয় করতে চান, যেখানে দৃশ্যমানতার বদলে অভিনয়ের গভীরতা বেশি গুরুত্বপূর্ণ। তাই কোনও চিত্রনাট্যে কেবলমাত্র আলোচনার জন্য, জনপ্রিয়তার জন্য বা অযথা সংযোজিত কোনও ঘনিষ্ঠ দৃশ্য থাকলে তিনি তা করবেন না। কাজের প্রতি তার দায়বদ্ধতা এবং নিজের প্রতি সম্মান এই দুটোই তাকে এমন সিদ্ধান্তে অনড় রাখে।
শিল্পী হিসেবে শ্রুতির এই মন্তব্য শিল্পীস্বাধীনতা, ব্যক্তিগত সীমারেখা এবং নারী-অভিনেত্রীর সিদ্ধান্তের গুরুত্ব নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
আরপি/টিকে