আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ রবিবার ইসিতে চূড়ান্ত তফসিল নির্ধারণী সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে বিকেল সোয়া চারটার দিকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চার নির্বাচন কমিশনার।
এদিকে আজ সভা চলাকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা ইসিতে আসতে থাকেন। ইসির অতিরিক্ত সচিব, যুগ্ম সচিবদের সঙ্গে বৈঠকে বসেছেন তারা।
আজ নির্বাচন কমিশনে দশম সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভার অন্যতম আলোচ্য বিষয় ছিল আইন ও রীতির আলোকে তফসিলপূর্ব এবং তফসিলউত্তর কার্যক্রম নিয়ে আলোচনা।
সভাশেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, আগামী ৮ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করা হবে।
এমআর/টিকে