পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, সুন্দর ভবিষ্যৎ গড়তে গুণগত শিক্ষার বিকল্প নেই। শুধু পরীক্ষায় পাস করার জন্য পড়াশোনা না করে প্রকৃত জ্ঞান অর্জনে শিক্ষার্থীদের মনোনিবেশ করতে হবে।
রোববার (৭ ডিসেম্বর) সকালে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাগুড়া উচ্চ বিদ্যালয় এ সভার আয়োজন করে।
তৌহিদ হোসেন বলেন, গত ছয় দশকে সবচেয়ে উল্লেখযোগ্য অগ্রগতি ঘটেছে নারী শিক্ষায়। এ কারণেই নারীরা আজ দেশের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রেখে চলছেন। শুধু পাসের হার বাড়ানো যেন কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের লক্ষ্য না হয়। এজন্য দায়িত্ববোধ থেকে শিক্ষার্থীদের যথাযথ শিক্ষা দিতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা, সংস্কৃতি ও মানসিক বিকাশমূলক কর্মকাণ্ডে উৎসাহিত করা প্রয়োজন।
অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সন্তান বিপথে যাচ্ছে কি না সেদিকে সতর্ক থাকতে হবে। তারা কোন কাজে কত সময় ব্যয় করছে- এটি নিয়মিত পর্যবেক্ষণ করা জরুরি। সন্তানদের মধ্যে একাকীত্ব দূর করতে তাদের সঙ্গে সময় কাটানোও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মানবসম্পদ উন্নয়ন প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের সার্বিক উন্নয়নে প্রতিটি নাগরিককে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে। বিদেশে দক্ষ কর্মীর চাহিদা ক্রমশ বাড়ছে, এই সুযোগ কাজে লাগাতে প্রবাসে যেতে ইচ্ছুকদের ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে।
মাগুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল কুদ্দুছের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, নীলফামারীর পুলিশ সুপার এ.এফ.এম. তারিক হোসেন খান, সাবেক সহকারী প্রধান শিক্ষক ক্ষিতীশ চন্দ্র রায় এবং সাবেক শিক্ষার্থী মো. মহিউদ্দিন আজাদ প্রমুখ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় এলাকাবাসী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আরপি/টিকে