সৌদি আরবের মদিনা অঞ্চলে ভারি বৃষ্টিপাত ও প্রতিকূল আবহাওয়ার আশঙ্কায় সোমবার সব স্কুলের সশরীরে ক্লাস স্থগিত ঘোষণা করেছে শিক্ষা কর্তৃপক্ষ।
মদিনার সাধারণ শিক্ষা প্রশাসনের অন্তর্ভুক্ত গভর্নরেটগুলোর অধীনে থাকা সকল শিক্ষাপ্রতিষ্ঠানকেই এই নির্দেশনা মানতে হবে।
বিভাগের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, সোমবারের নির্ধারিত ক্লাসগুলো শিক্ষার্থীদের জন্য মাদ্রাসতি প্ল্যাটফর্মের মাধ্যমে দূরবর্তী (অনলাইন) শিক্ষণের কার্যক্রম চলবে।
ন্যাশনাল সেন্টার অফ মেটিওরোলজি থেকে এই অঞ্চলে ভারি বর্ষণ এবং আবহাওয়ার অস্থিরতার সতর্কতা জারির পরপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়। কর্তৃপক্ষের এক্স অ্যাকাউন্টে এই ঘোষণা প্রকাশিত হয়েছে।
শিক্ষার্থী, শিক্ষক এবং প্রশাসনিক কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করাই এই পদক্ষেপের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন কর্মকর্তারা। পরিস্থিতির অবনতি হওয়ায় এই সতর্কতা অবলম্বন করা হয়েছে।
সূত্র: গালফ নিউজ
পিএ/টিএ