মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের তৈরি করা শান্তি প্রস্তাবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এখনো সম্মতি দিতে প্রস্তুত নন। রবিবার রাতে ফ্লোরিডায় ওয়াশিংটন ও কিয়েভের মধ্যে তিন দিনের বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন। খবর দ্য গার্ডিয়ানের।
ট্রাম্প বলেন, আমি একটু হতাশ যে প্রেসিডেন্ট জেলেনস্কি এখনো প্রস্তাবটি পড়েননি।
কয়েক ঘণ্টা আগেও তিনি তা পড়েননি। তার লোকজন প্রস্তাবটি পছন্দ করেছে, কিন্তু তিনি এখনো করেননি।
যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তাদের মধ্যে কয়েকদিনের আলোচনা শনিবার শেষ হলেও সুস্পষ্ট কোনো অগ্রগতি হয়নি। তবে জেলেনস্কি আলোচনাকে ‘গঠনমূলক, যদিও সহজ নয়” বলে মন্তব্য করেন।
এ সময় জেলেনস্কির যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে এবং ফ্রান্স ও জার্মানির নেতাদের সঙ্গে সোমবার লন্ডনে বৈঠকের কথা ছিল।
এসব বৈঠকে যুক্তরাষ্ট্র-ইউক্রেন চলমান আলোচনা নিয়েই মূলত সংলাপ হওয়ার কথা।
কিয়ার স্টারমার বারবার জোর দিয়ে বলেছেন, ইউক্রেনের ভবিষ্যৎ নির্ধারণ করবে ইউক্রেন নিজেই। ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে একটি ইউরোপীয় শান্তিরক্ষী বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ট্রাম্প-সমর্থিত গাজা যুদ্ধবিরতির পর যুক্তরাষ্ট্র ইউক্রেন ও রাশিয়ার মধ্যে একটি শান্তি চুক্তি সংগঠিত করতে কাজ করছে। মার্কিন কর্মকর্তারা দাবি করছেন, তারা একটি চূড়ান্ত সমঝোতার খুব কাছাকাছি পৌঁছে গেছেন। তবে ইউক্রেন ও রাশিয়া কোনো পক্ষই এখন পর্যন্ত ট্রাম্পের আলোচক দলের তৈরি করা কাঠামোতে স্বাক্ষরের ব্যাপারে স্পষ্ট আগ্রহ দেখায়নি।
রবিবারের বক্তব্যে ট্রাম্প বলেন, আমার মনে হয়, রাশিয়া এই চুক্তি নিয়ে ঠিক আছে। কিন্তু আমি নিশ্চিত নই যে জেলেনস্কি এতে রাজি আছেন।
তার লোকজন এটি পছন্দ করেছে, কিন্তু তিনি এখনো প্রস্তুত নন।
এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখনো হোয়াইট হাউসের এই পরিকল্পনার প্রতি প্রকাশ্যে সমর্থন জানাননি। বরং গত সপ্তাহে তিনি বলেছেন, ট্রাম্পের প্রস্তাবের কিছু দিক বাস্তবায়নযোগ্য নয়। মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার গত সপ্তাহে ক্রেমলিনে পুতিনের সঙ্গে বৈঠক করলেও কোনো স্পষ্ট অগ্রগতি অর্জিত হয়নি।
এমকে/টিকে