বাবরি মসজিদ তৈরির উদ্দেশ্যে দান সংগ্রহকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে চরম উত্তেজনা। তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবীরের বাড়িতে মাত্র একদিনের মধ্যে জমা পড়ল দানের বিপুল অর্থ। নগদ অর্থে ভরা ১১টি ট্রাঙ্ক এবং কিউআর কোডের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৯৩ লক্ষ টাকা জমা পড়ার ঘটনা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।
দান সংগ্রহের পর টাকা গোনার দৃশ্য হুমায়ুন কবীর নিজেই তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে লাইভ করেন, যা মুহূর্তে ভাইরাল হয়ে যায় এবং রাজনৈতিক মহলে তোলপাড় ফেলে দেয়।
বিধায়ক হুমায়ুন কবীর জানান, ৬ই ডিসেম্বর ২০২৫, বাবরি মসজিদের শিলান্যাসের দিন থেকেই তিনি দান সংগ্রহ শুরু করেছেন। তাঁর দাবি, এই বিপুল অর্থ সাধারণ মানুষের দান হিসেবে এসেছে। তিনি স্বচ্ছতা বজায় রাখতেই এই টাকা গোনার সম্পূর্ণ কাজ ফেসবুক থেকে লাইভ দেখিয়েছেন।
তিনি বলেন, 'মানুষের দানেই তৈরি হবে আমার বাবরি মসজিদ। কারও রাজনৈতিক দলের ফান্ডিং নয়। তাই সব প্রমাণ নিয়েই লাইভ করেছি।'
এত বিপুল পরিমাণ টাকা নির্ভুলভাবে গোনার জন্য বিধায়ক ৩০ জন কর্মী নিয়োগ করেছেন এবং আধুনিক টাকা গোনার মেশিন ব্যবহার করা হচ্ছে।তিনি উল্লেখ করেছেন, পুরো গোনার কাজ চলছে সিসিটিভির কড়া নজরদারিতে।
তবে এই ঘটনা সামনে আসার পর রাজনৈতিক মহলে তীব্র গুঞ্জন শুরু হয়েছে। যেখানে সাধারণ মানুষের একাংশ বিধায়কের স্বচ্ছতা প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে, সেখানে বিরোধীরা দানের উৎস, হিসেব এবং আইনি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
এমআর/টিকে