ওয়ার্নার ব্রোস শুক্রবার (৫ ডিসেম্বর) ঘোষণা করেছে যে তারা তাদের স্টুডিও ও স্ট্রিমিং রাইটস 'নেটফ্লিক্সের' কাছে ৮২.৭ বিলিয়ন ডলারের চুক্তিতে বিক্রি করতে সম্মত হয়েছে। ধারণা করা হচ্ছিলো, যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের অনুমোদন সাপেক্ষে চুক্তিটি চূড়ান্ত হলে বিশ্বের বৃহত্তম স্ট্রিমিং প্ল্যাটফর্ম এবং ১০২ বছরের ঐতিহ্যবাহী চলচ্চিত্র স্টুডিও একই মালিকানায় আসবে। তবে, এই মেগা ডিলে ভেটো দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার (৭ ডিসেম্বর) ওয়াশিংটন ডিসিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, নেটফ্লিক্সের মার্কেট দখল করার ক্ষমতা ইতিমধ্যেই অনেক বড়। আর এ চুক্তি হলে তাদের মার্কেট শেয়ার আরও বেড়ে যেতে পারে, যা 'সমস্যা' তৈরি করতে পারে।
শুক্রবার (৫ ডিসেম্বর) নেটফ্লিক্স ও ওয়ার্নার ব্রাদার্সের মধ্যে হওয়া চুক্তির ফলে বিশ্বের সবচেয়ে বড় স্ট্রিমিং প্ল্যাটফর্মটি আরও শক্তিশালী অবস্থান তৈরি করবে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা।
ট্রাম্প জানান, চুক্তিটি অনুমোদন করা হবে কিনা- সে সিদ্ধান্তে তিনি ব্যক্তিগতভাবে ভূমিকা রাখবেন। নেটফ্লিক্সের বাজার প্রভাব নিয়ে প্রশ্ন তুললেও কোম্পানির সহ–প্রধান নির্বাহী টেড সারানডোসের প্রশংসা করেন তিনি। ট্রাম্প বলেন, 'আমি তাকে (টেড সারানডোস) খুব সম্মান করি। তিনি সিনেমা ইতিহাসে সবচেয়ে সফল কাজগুলোর একটি করেছেন।'
উল্লেখ্য, মেগা ডিল সম্পন্ন হওয়ার পূর্বে সারানডোস হোয়াইট হাউজে গিয়ে ট্রাম্পের সঙ্গে দেখা করেছিলেন বলে জানিয়েছে বিবিসি।
টিজে/এসএন